Panchayat Election 2023: নির্বাচনের আগে কঙ্কালসার বেহাল রাস্তায় বৃষ্টির জল জমে বিপত্তি, চলাচলের অযোগ্য রাস্তায় ধানের গাছ লাগিয়ে ভোটের আগে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের
Panchayat Polls: উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রামপঞ্চায়েতের বাঙালবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় বেহাল রাস্তা এবং রাস্তার উপর জল জমে থাকায় যাতায়াতে চরম সমস্যা হওয়ায় রাস্তার জমা জলে ধানের চারা লাগিয়ে প্রতিবাদে নামলো গ্রামবাসীরা।
উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রামপঞ্চায়েতের বাঙালবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় বেহাল রাস্তা এবং রাস্তার উপর জল জমে থাকায় যাতায়াতে চরম সমস্যা হওয়ায় রাস্তার জমা জলে ধানের চারা লাগিয়ে প্রতিবাদে নামলো গ্রামবাসীরা। এদিন দুপুরে গ্রামবাসীরা রাস্তার উপর ধান গাছ লাগিয়ে প্রতিবাদ করে। তাদের দাবী, বাঙালবাড়ি এলাকর গুঠিন, গোগরা, আটকোরা, লক্ষ্মীডাঙ্গা, শাসন সহ বেশ কিছু গ্রামের বাসিন্দারা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। কিন্তু বেহাল রাস্তা হওয়ায় নিত্য দিন নানা রকম সমস্যায় পড়তে হয় তাদের। আর বর্ষার জল জমে তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গ্রামবাসীদের আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রামপঞ্চায়েতে জানানো হলেও এই রাস্তা ঠিক করতে কোনো আগ্রহ দেখায়নি। এমনকি গত ১৫ বছর ধরে এই রাস্তা বেহাল হলেও ভোট এলে রাস্তা ঠিক করার আশ্বাস দেওয়া হলেও রাস্তা ঠিক করা হয়নি তাই আজ তাঁরা ধানের গাছ লাগিয়ে এই প্রতিবাদ করেন বলে দাবী।