Panchayat Election 2023 News: লাল থেকে গেরুয়া, গেরুয়া থেকে ফের লাল…
Panchayat Election 2023 News: এ যেন অনেকটা নচিকেতার গান" মুখ্য সুখ্য মানুষ আমি কিছুই বুঝি না"-র মতো ঘটনা। ২৪ ঘন্টা পার হতে না হতেই ফের ডিগবাজী খেলেন মামনি সরকার। বিজেপি ছেড়ে ফের সিপিএমে ফিরে এলেন বাম প্রার্থী মামনি সরকার।
এ যেন অনেকটা নচিকেতার গান” মুখ্য সুখ্য মানুষ আমি কিছুই বুঝি না”-র মতো ঘটনা। ২৪ ঘন্টা পার হতে না হতেই ফের ডিগবাজী খেলেন মামনি সরকার। বিজেপি ছেড়ে ফের সিপিএমে ফিরে এলেন বাম প্রার্থী মামনি সরকার। জীবনমুখী গায়ক নচিকেতা চক্রবর্তী বর্তমান রাজনৈতিক নেতাদের কটাক্ষ করে একটা গান গেয়েছিলেন “আজকে যিনি দক্ষিনে কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের” জলপাইগুড়ি মামনি সরকার গত ২৪ ঘন্টায় যে ভাবে ভোল বদল করলেন।তা দেখে এলাকার অনেকেই এই কথা বলছেন।
জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার ঝাঁ বাড়ি মোড় এলাকার ১৭/৪০ নম্বর বুথে সিপিএম প্রার্থী মামনি সরকার। প্রার্থী হওয়ার পর থেকে তাকে হুমকি দিচ্ছিলো তৃনমূল। বিষয়টি তিনি বারবার দলের নেতাদের জানিয়েছিলেন। কিন্তু দল তার পাশে দাঁড়ায়নি এই অভিযোগ তুলে গত বুধবার তিনি তার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন।
এই খবর প্রকাশিত হতে অস্বস্তি বাড়তে থাকে সিপিএমের অন্দরমহলে। যদিও সিপিএম নেতাদের দাবী ছিল তাদের প্রার্থীকে পারিবারিক ভাবে নির্যাতন করা হয়েছে। তাই উনি বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু ওই আসনে প্রার্থী ছাড়াই ভোটে লড়াই চালিয়ে যাবে সিপিএম, কিন্তু ২৪ ঘন্টা পার হতে না হতেই দেখা গেলো উলটো ছবি। বৃহস্পতিবার রাতে বিজেপি ছেড়ে ফের সিপিএম দলে ফিরে এলেন মামনি সরকার।এর পরই শুরু হয় রাজনৈতিক তরজা। আর এই খবর প্রকাশ হতেই তড়িঘড়ি প্রার্থীর বাড়িতে চলে আসে সিপিএম নেতৃত্ব।
সিপিএম নেতা সুবোধ দাস বলেন, আসলে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত মহিলাদের প্রার্থী করা হয় তাদের মধ্যে অধিকাংশই রাজনীতির বিষয়ে অজ্ঞ। মহিলাদের জন্য সংরক্ষিত আসনে মহিলারা প্রার্থী হলেও আসলে পেছন থেকে কলকাঠি নাড়ে পুরুষেরাই। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। ওই মহিলা প্রার্থীর পরিবার ছোটো থেকে লাল ঝান্ডা ধরে বড় হয়েছে। শ্বশুর বাড়ির চাপে ও তাকে ভুল বুঝিয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল। কিন্তু তাদের প্রার্থী ফের দলে ফিরে এলেন।
প্রার্থী মামনি সরকার বলেন তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। দলবদল করে তিনি ভুল করেছিলেন। এখন আবার সিপিএম দলের হয়েই ভোটে লড়বেন। বিজেপি নেতা হারাধন সরকার সাফ জানিয়ে দেন মামনি সরকারের সাথে আমরাও বিজেপিতে যোগ দিয়েছি। কিন্তু উনি আবার সিপিএমে ফিরে গেলেও আমরা যাবো না। ঘটনায় বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী টেলিফোনে জানান গতকাল সন্ধ্যায় আমি নিজে মামনি সরকারকে সাথে নিয়ে ওই এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়েছি। এরপর রাতে কি হয়েছে তা আমার জানা নেই। খোঁজ নেব বলে জানান তিনি।