Panchayat Election 2023: কলিকাতায় পঞ্চায়েত, পঞ্চায়েতে কলিকাতা — সত্যি কথা

Jul 01, 2023 | 5:24 PM

Panchayat Election 2023: কলিকাতায় পঞ্চায়েত। পঞ্চায়েতে কলিকাতা। সত্যি কথা। এই পশ্চিমবঙ্গের ম্যাপে কলিকাতার পাশেই আছে আর একটা কলিকাতা। কলিকাতা গ্রাম।

কলিকাতায় পঞ্চায়েত। পঞ্চায়েতে কলিকাতা। সত্যি কথা। এই পশ্চিমবঙ্গের ম্যাপে কলিকাতার পাশেই আছে আর একটা কলিকাতা। কলিকাতা গ্রাম। হাওড়ার আমতার কাছে কলিকাতা গ্রাম। গ্রাম কলিকাতার সঙ্গে শহর কলকাতার মিল আছে শুধু নামেই। এই কলিকাতায় না আছে ভালো রাস্তা না আছে পানীয় জলের সুবিধা। এই কলিকাতায় বর্ষায় জলে ভরে যায়। এটা অবশ্য শহর কলকাতাতেও ভালো রকমই দেখা যায়।