Panchayat Elections 2023: ভোট প্রচারে বেরিয়ে দুই ভাইয়ের রাসায়নিক সার বর্জনের ডাক
Panchayat Elections 2023: তবে এক জায়গায় দুই ভাইয়ের প্রচারে মিল খুঁজে পাচ্ছেন গ্রামের বাসিন্দারা। দুজনেই রাসায়নিক সার বর্জন করে জৈব সারের ব্যবহারের কথা বলছেন প্রচারে গিয়ে। যেহেতু বেশিরভাগ কৃষক এখন রাসায়নিক সার ব্যবহার করেন। যার ফলে একদিকে যেমন সেই কৃষি জমির ক্ষতি হয়।
সীমান্তে কৃষক পরিবারে দাদা-ভাইয়ের লড়াইয়ে মেতেছে কৃষক সমাজ। দুই ভাইয়েরই প্রচারে উঠে আসছে রাসায়নিক সার বর্জন করে জৈব সার ব্যবহারের কথা। বসিরহাট মূলত কৃষিভিত্তিক অঞ্চল বলেই পরিচিত। আর সেখানেই কৃষক পরিবারের দুই ভাইয়ের লড়াই নজর কেড়েছে গোটা গ্রামের। বসিরহাট ১নং ব্লকের সংগ্রামপুর-শিবহাটী গ্রাম পঞ্চায়েতের শিবহাটী গ্রামের ৯ নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলাম গাজী এবং সিরাজুলের ছোট ভাই কবিরুল ইসলাম গাজী তৃণমূলে প্রার্থী। সকাল থেকে দাদা-ভাই নিয়ম করে একইসঙ্গে মাঠে চাষের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তারপরে আবার বাড়ি ফিরে কোনওরকমে খাওয়া-দাওয়া সেরে দুই ভাই ঝান্ডা কাঁধে প্রচারে বেরিয়ে পড়ছেন। দুই ভাই পরস্পর যুযুধান দুই দলের প্রার্থী হলেও বাড়িতে তাঁরা যেন একই আত্মা। পরিবারের সকলের সঙ্গে খাওয়া-দাওয়া, গল্পগুজব সবই চলছে। তবে রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ছোট ভাই কবিরুল বাড়ি বাড়ি প্রচার করছেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে। আর বড় ভাইয়ের প্রচারে হাতিয়ার তৃণমূলের দুর্নীতি। তবে এক জায়গায় দুই ভাইয়ের প্রচারে মিল খুঁজে পাচ্ছেন গ্রামের বাসিন্দারা। দুজনেই রাসায়নিক সার বর্জন করে জৈব সারের ব্যবহারের কথা বলছেন প্রচারে গিয়ে। যেহেতু বেশিরভাগ কৃষক এখন রাসায়নিক সার ব্যবহার করেন। যার ফলে একদিকে যেমন সেই কৃষি জমির ক্ষতি হয়। অন্যদিকে ক্ষতি হয় মানব শরীরে। তার থেকে মানুষকে বাঁচাতে তথা সমাজকে সুস্থ রাখতে এবং প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে রাসায়নিক সার বর্জনের বার্তা দিলেন এই দুই প্রার্থী ভ্রাতৃদ্বয়। জেতার ব্যাপারে দুই ভাই-ই যথেষ্ট আশাবাদী। রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলির মধ্যে সংঘর্ষ, অশান্তি, মারধর মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি সহ বিভিন্ন ঘটনার সাক্ষী হয়েছে। কিন্তু একই পরিবারের দুই প্রার্থী হলেও নেই কোনো বিবাদ। রয়েছে শুধু ভালোবাসা ও প্রকৃতিকে বাঁচানোর উদ্যোগ। এ যেন এক অনন্য বার্তা দিচ্ছে বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের শিবহাটী গ্রাম।