Raigaunj Panchayat Election: রায়গঞ্জে গভীর রাতে বোমা বিস্ফোরণ

| Edited By: Tapasi Dutta

Jul 10, 2023 | 5:48 PM

Raigaunj Panchayat Election: রবিবার গভীর রাতে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ওভারল্যান্ড কলোনীতে দু-দুটি বোমা বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এক পরিতক্ত ঘরে ফেটে যাওয়া বোমার অংশ পাওয়া গিয়েছে৷

রায়গঞ্জ: গভীর রাতে বোমা বিষ্ফোরণের শব্দে কেপে ওঠে এলাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। একটি তাজা বোমা বলে সুত্রের খবর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ওভারল্যান্ড কলোনীতে। সোমবার সকালেই এলাকায় গিয়ে দেখা যায় আতঙ্কে আছেন সাধারণ মানুষ। কলোনীর একটি পরিতক্ত ঘরে দেখা যায় ফেটে যাওয়া বোমার অংশ পড়ে আছে৷ এলাকাবাসী জানিয়েছেন তারা আতঙ্কে আছেন, রাত ১ টা নাগাদ এলাকায় প্রথম বিষ্ফরণ হয়। পুলিশ এসে বেশ কিছু সময় ধরে এলাকায় তল্লাশী চালায়। অভিযোগ ভোর ৩ টা নাগাদ ফের ১ টি বিষ্ফোরণ ঘটে এলাকায়। সব মিলিয়ে পুনর্নির্বাচনের দিনও বোমার আতঙ্কেই রইলেন সাধারণ মানুষ।

Published on: Jul 10, 2023 02:20 PM