Kumarganj News: আসন ১৪, কিন্তু ৫ আসনেই বোর্ড!

Kumarganj News: আসন ১৪, কিন্তু ৫ আসনেই বোর্ড!

| Edited By: Tapasi Dutta

Aug 09, 2023 | 6:30 PM

১৪ টি আসন বিশিষ্ট গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ৫ জন সদস্য নিয়ে বোর্ড গঠন করলো তৃণমূল। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের আলপনা রায় ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের বিশ্বজিৎ রায়। যদিও ভোটে ৬ টি আসনে তৃণমূল জয় লাভ করলেও পঞ্চায়েত বোর্ড গঠনে ১ জন তৃণমূল সদস্য অনুপস্থিত দাবী তৃণমূলের একটি অংশের। উল্লেখ্য গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে ৬ টি তৃণমূল, ৪ টি বিজেপি ,২ টি সিপিএম ও ২ টি নির্দল জয় লাভ করে।

১৪ টি আসন বিশিষ্ট গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ৫ জন সদস্য নিয়ে বোর্ড গঠন করলো তৃণমূল। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের আলপনা রায় ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন তৃণমূলের বিশ্বজিৎ রায়। যদিও ভোটে ৬ টি আসনে তৃণমূল জয় লাভ করলেও পঞ্চায়েত বোর্ড গঠনে ১ জন তৃণমূল সদস্য অনুপস্থিত দাবী তৃণমূলের একটি অংশের। আর এই নিয়ে বোর্ড গঠনে উপস্থিত গোঘাট দু নম্বর বিডিও অফিসের কর্মী ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। পঞ্চায়েত অফিসের ভেতর বোর্ড গঠনে আটকে দেয়া হয়েছিল সংবাদমাধ্যমকেও। পঞ্চায়েত অফিসের ভেতর সংবাদ মাধ্যমের কর্মীদের নো এন্ট্রি করে দেয়া হয়েছিল। যদিও বোর্ড গঠনে বিজেপি সিপিএম ও নির্দল মিলিয়ে বিরোধীদের আসন সংখ্যা ৮ টি সহ তৃণমূলের ১ জন অনুপস্থিত। বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রচুর পরিমাণে পুলিশ, ব্যাফ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন ছিল। যদিও বিরোধী ও তৃণমূলের একটি অংশের দাবি তৃণমূলের লোকজন গতকাল থেকেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে তাই তারা উপস্থিত হতে পারেনি। যদিও তৃণমূলের অফিসিয়াল গোষ্ঠী বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে ৬ টি তৃণমূল, ৪ টি বিজেপি ,২ টি সিপিএম ও ২ টি নির্দল জয় লাভ করে।