Election News: উপপ্রধান বিজেপির, তাই পদ ফাঁকা!
Election News: একমাত্র দাবীদার তাও বিজেপিকে উপপ্রধান পদ ছাড়ছেনা তৃণমূল, উপপ্রধানের পদ ফাঁকা রেখেই চলছে গ্রাম পঞ্চায়েত।
একমাত্র দাবীদার তাও বিজেপিকে উপপ্রধান পদ ছাড়ছেনা তৃণমূল, উপপ্রধানের পদ ফাঁকা রেখেই চলছে গ্রাম পঞ্চায়েত। এই নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন জানিয়েছেন উপপ্রধানের দাবিদার বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য, দ্রুত উপ প্রধান গঠন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী বিজেপির।
তিন মাস পার হলেও দলীয় নির্বাচিত প্রার্থীকে পঞ্চায়েতের উপপ্রধান স্বীকৃতি না দেওয়ায় ক্ষুব্ধ দাসপুরে বিজেপি নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েত ১৫ টি আসন নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত। জানাযায় এবারে পঞ্চায়েত নির্বাচনে পলাশপাই গ্রাম পঞ্চায়েতে ১৫ টি আসনের মধ্যেই ১৪ টি তে জয় লাভ করে তৃণমূল , আর ওই গ্রাম পঞ্চায়েতের জোতকেশর বুথের ২৫৫ নম্বর আসনে জয়ী হয় বিজেপি প্রার্থী কল্পনা সিং সাঁতরা।
আর তিনি একমাত্র তপশিলি জাতিভুক্ত মহিলা জয়ী প্রার্থী (জিনি উপ প্রধান হওয়ার এক মাত্র দাবিদার)। জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পদটি তপশিলি জাতিভুক্ত মহিলার জন্য সংরক্ষিত। আর এতেই যত বাধলো গন্ডগোল। নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তৃণমূলের দিব্যেন্দু চক্রবর্তী। প্রধান ঘোষণা হলেও উপ প্রধানের পদ ঘোষণা করেনি তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত। আর এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা, জয়ী বিজেপি প্রার্থী সহ বিজেপি নেতৃত্বে দাবি, বিজেপির টিকিটের জয়ী হওয়ার কারণেই কল্পনাকে উপপ্রধান পদ দেয়া হচ্ছে না, উপ প্রধানের আসনটি ফাঁকা রেখেই চলছে গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যে এই নিয়ে কল্পনার সহ বিজেপি নেতৃত্ব রা ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সকলকেই লিখিত আকারে আবেদন জানিয়েছেন। যদি এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশীষ হুদাইত বলেন সমস্ত নিয়ম মেনে গ্রাম পঞ্চায়েত চলছে। উপপ্রধান ছাড়াই গ্রাম পঞ্চায়েত চলবে। এ বিষয়ে দাসপুর ২ নম্বর ব্লকের বিডিও প্রবীর শিট এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি নতুন দায়িত্বে এসেছি পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।