Asansol Parking Problem: ফ্রি পার্কিংয়েও ট্যাক্স!

Asansol Parking Problem: ফ্রি পার্কিংয়েও ট্যাক্স!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 09, 2023 | 10:12 PM

জাতীয় সড়ক নির্মাণের প্রথম থেকেই কল্যানেশ্বরীর কাছে আসানসোল ঝাড়খণ্ড সীমানার ডুবুডিহি চেকপোষ্টের কাছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে পণ্যবাহী লরির জন্য ফ্রি পার্কিং জোন চালু করা হয়। সেই পাকিং জোনকে নিজেদের আওতায় নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল আসানসোল পৌরনিগমের বিরুদ্ধে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত পুরনিগমের। অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গায় টিকিট কেটে পার্কিং জোন করতে চাইছে আসানসোল পুরনিগম। যা পুরনিগমের এক্তিয়ার বহির্ভূত। বিভ্রান্তি দূর করতে পাল্টা মাইকিং শুরু করিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। লরি চালকদের উদ্দেশ্য জানানো হচ্ছে কোনও টাকা দিয়ে পার্কিং নেই। সব ফ্রি পার্কিং। আসানসোল ঝাড়খন্ড সীমানার ডুবুডি চেকপোস্ট এলাকায় ঘটেছে এই ঘটনা।

জাতীয় সড়ক নির্মাণের প্রথম থেকেই কল্যানেশ্বরীর কাছে আসানসোল ঝাড়খণ্ড সীমানার ডুবুডিহি চেকপোষ্টের কাছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে পণ্যবাহী লরির জন্য ফ্রি পার্কিং জোন চালু করা হয়। সেই পাকিং জোনকে নিজেদের আওতায় নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল আসানসোল পৌরনিগমের বিরুদ্ধে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের অভিযোগ এই ফ্রি পার্কিং জোনে আসানসোল পৌরনিগম নিজেদের বোর্ড লাগিয়ে টেন্ডারের মাধ্যমে পণ্যবাহী লরিদের কাছ থেকে টাকা নিয়ে চালু করার পরিকল্পনা করেছিল। আপত্তি তোলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই নিয়ে আসানসোল পৌরনিগম এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। বিতর্ক বাড়তেই তড়িঘড়ি আসানসোল পৌরনিগম তাদের লাগানো বোর্ড খুলে নেয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের অভিযোগ তাদের ফ্রি পার্কিং জোনে আসানসোল পৌরনিগম টাকা নিয়ে পার্কিং চালাতে পারে না। তাই জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ওই এলাকায় মাইকিং করে লরি চালকদের ফ্রি পার্কিং জোনের কথা অবগত করা হয়েছে। এই নিয়ে আসানসোল পৌরনিগমে তৃণমূল পরিচালিত পুরবোর্ডকে কটাক্ষ করে বিজেপি। বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের অভিযোগ এ এক অদ্ভুত ব্যাপার। জাতীয় সড়কের ফ্রি পার্কিং থেকে আসানসোল পৌরনিগম তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। যদিও এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন লরি চালকদের সুবিধা দিতেই এই পার্কিং জোনকে আসানসোল পৌরনিগমের উদ্যোগে পে সিস্টেম পার্কিং করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। পুরনিগম চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই পার্কিং টা চালাবে তাহলে লরি চালকদের সমস্ত সুবিধার ব্যবস্থা তাদেরকেই করতে হবে।