Parliament: শীতকালীন অধিবেশন শুরুর আগেই ছন্নছাড়া বিরোধীরা, কেন গেল না তৃণমূল?
Opposition Parties: এ দিন সংসদের অধিবেশন শুরুর আগে বৈঠক ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। সেই বৈঠকে দেখা গেল না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধিকে। এসআইআর (SIR) নিয়ে সংসদে কী রণকৌশল হবে, তা চূড়ান্ত করতেই বৈঠক হয়।
সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই ছন্নছাড়া বিরোধীরা। এ দিন সংসদের অধিবেশন শুরুর আগে বৈঠক ডাকেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। সেই বৈঠকে দেখা গেল না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধিকে। এসআইআর (SIR) নিয়ে সংসদে কী রণকৌশল হবে, তা চূড়ান্ত করতেই বৈঠক হয়। কংগ্রেস সহ সব বিরোধী দলের তরফেই মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এর পাশাপাশি দিল্লি বিস্ফোরণের কারণ নিয়ে আলোচনা চায় বিরোধীরা। দিল্লি দূষণ নিয়েও আলোচনার দাবি। তবে কেন তৃণমূল এই বৈঠকে থাকল না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
Published on: Dec 01, 2025 02:05 PM