Parno Mitra: বিকিনি লুকে পার্নোকে দেখে আক্রমণ নেটিজেনদের
পার্নো মিত্র।

Parno Mitra: বিকিনি লুকে পার্নোকে দেখে আক্রমণ নেটিজেনদের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jan 03, 2024 | 11:19 PM

বর্ষবরণে শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। সেখানেই কাটছে এখন সময়। নিত্যদিন করছেন সোশ্যাল মিডিয়ায় নানা ছবি-ভিডিয়ো পোস্ট। তবে এবার হলেন ট্রোলের শিকার। বিকিনি লুকে পার্নোর একাধিক ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন: কবে থেকে এটা বাঙালিদের কালচার হল?

ট্রোল্ড পার্নো
বর্ষবরণে শ্রীলঙ্কা ভ্রমণে গিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। সেখানেই কাটছে এখন সময়। নিত্যদিন করছেন সোশ্যাল মিডিয়ায় নানা ছবি-ভিডিয়ো পোস্ট। তবে এবার হলেন ট্রোলের শিকার। বিকিনি লুকে পার্নোর একাধিক ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন: কবে থেকে এটা বাঙালিদের কালচার হল?

এ কী বললেন অপরাজিতা?
অপরাজিতা আঢ্যর পোস্টে এবার পাল্টে যাওয়ার সুর। সোশ্যাল মিডিয়ায় নতুন বছরে করলেন এক অন্য স্বাদের পোস্ট। যেখানে বলা ছিল, ‘যে আমায় কখনও বিশ্বাস করেনি, তাঁকে বোঝাতে যাব না। এবার নিজেকে সময় দেব। নিজেকে ভালবাসব। নিজের জন্য বাঁচবেন।’

হানিমুনে না দর্শনার
ডিসেম্বর মাসেই ধুমধাম করে বিয়ে হয়েছে সৌরভ দাস ও দর্শনা বনিকের। তবে হানিমুনের কোনও খবরই নেই। দর্শনার জন্যই পড়ল বাধা। কী এমন হল? না, পারিবারিক কোনও সমস্যা নয়, বরং দর্শনার শুটিং পড়ে যেতেই পিছিয়ে দিতে হল প্ল্যান।

‘ফসিলস’-এর কনসার্টে বিপত্তি
মঙ্গলবার মধ্যমগ্রামে ‘ফসিলস’-এর অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। মাঝপথেই থামিয়ে দিতে হয় গান। ভিডিয়ো ভাইরাল হতেই মুখ খুললেন রূপম ইসলাম। স্পষ্ট জানিয়ে দিলেন, এমন ঘেরা ছোট মাঠে ‘ফসিলস’-এর কনসার্ট রাখলে বিপদ তো হবেই। অনুষ্ঠান আয়োজনের আগে এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকা প্রয়োজন।

বিস্ফোরক শ্রেয়স
১৫ ডিসেম্বর ২০২৩, সকলকে চমকে দিয়ে খবর এসেছিল, হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা শ্রেয়স তালপড়ে। বেশ কয়েকদিন চলেছিল যমে-মানুষে টানাটানি। এখন তিনি সুস্থ। তবে এ কী বললেন অভিনেতা? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, ”আমায় ক্লিনিক্যালি ডেথ অর্থাৎ ডাক্তারি পরিভাষায় মৃত বলে দেওয়া হয়েছিল। এটা আমার দ্বিতীয় জীবন। আপনাদের আশীর্বাদে পাওয়া।”

সলমনের ডাকে আমির
মেয়ে ইরার বিয়ে ৩ জানুয়ারি। আগের দিন মধ্যরাতে আমির খান পরিবারের সকলকে নিয়ে সলমনের বাড়িতে হাজির। কেন জানেন? আমিরের মেয়ের বিয়ে উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছিলেন সলমন খান। ছোট্ট ঘরোয়া পার্টি। সেখানেই অংশ নেন আমির খান।

সুখবরের ইঙ্গিত
করণ জোহরের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। হঠাৎই কেন রণবীর কাপুরের ভিডিয়ো শেয়ার করলেন? পিছনে বাজছে ‘ওয়েক আপ সিড ২’-এর গান। যা দেখে দর্শকদের অনুমান, তবে কি পার্ট ২ আসতে চলেছে? করণ যদিও কিছু খোলসা করলেন না। বরং লিখলেন, ‘এটা কি সত্যিই হচ্ছে? আমি যতদূর জানি এক্সাইটিং কিছু একটা তৈরি হচ্ছে।’

কটাক্ষের শিকার মালাইকা
জিমের পোশাকে মালাইকা আরোরা ফ্রেমবন্দি। এই ছবি নেটপাড়ার কাছে নতুন নয়। তাই বলে বারো মাস? শীতেও কি লাগে না গরম পোশাক? মালাইকাকে স্পোর্টস ব্রা পরে চলতে দেখে তোপ দাগলেন নেটিজ়েনরা। কেউ-কেউ আবার ব্যঙ্গ করে লিখলেন, হটনেসের কামাল।

সত্যিই লুকিয়ে ছিলেন বিবেক?
সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের প্রেমের খবর কম বেশি সকলেই জানতেন। তাঁদের বিচ্ছেদের ঝড়ে যখন তোলপাড় বলিউড, ঠিক সেই সময় গোপনে ঐশ্বর্যর সঙ্গে ডেটিং করছেন বিবেক ওবেরয়। জানতেন না তাঁর বাবা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক বলেন, তিনি ইচ্ছে করেই পরিবারের কাছ থেকে বিষয়টা লুকিয়ে রেখেছিলেন।