Parrot Unknown Facts: জানেন কি, কথা বলার জন্য টিয়া পাখির ঠোঁটের প্রয়োজনই পড়ে না
যখন টিয়া পাখি শ্বাস নেয়,বাতাস সেই সিরিঙ্কসের মধ্য দিয়ে গিয়ে এটি কম্পন সৃষ্টি করে। এর ফলে শব্দের সৃষ্টি হয়। ফলে আপনি তাকে যা বলবেন,সে সেই শব্দ শুনে হুবহু নকল করবে
আপনি জানলে অবাক হবেন,টিয়া পাখি ঠোঁট ছাড়াই সব কথা বলতে পারে। এবার আপনি ভাববেন ঠোঁট ছাড়া বলতে? ৯০% মানুষই জানেন টিয়ার সুন্দর লাল ঠোঁট। আদতেই কি তারা ঠোঁটের ব্য়বহার করে কথা বলার জন্য? বিজ্ঞানীরা জানাচ্ছেন, কথা বলার জন্য টিয়া পাখির ঠোঁটের প্রয়োজন পড়ে না। তারা উইন্ডপাইপ এবং ফুসফুসের মধ্যে একটি ফাঁপা ওয়াই আকৃতির সৃষ্টি করে,একে সিরিঙ্কস বলা হয়। যখন টিয়া পাখি শ্বাস নেয়,বাতাস সেই সিরিঙ্কসের মধ্য দিয়ে গিয়ে এটি কম্পন সৃষ্টি করে। এর ফলে শব্দের সৃষ্টি হয়। ফলে আপনি তাকে যা বলবেন,সে সেই শব্দ শুনে হুবহু নকল করবে। এমনকী আপনি যদি তার সামনে গানও গান,তাহলেও সে গাইতে পারে। আফ্রিকায় পাওয়া ধূসর টিয়া পাখি এত স্পষ্টভাবে কথা বলে যে,সে যে কোনও কিছুর উত্তর অনায়াসেই দিতে পারে। বিজ্ঞানীদের মতে,টিয়া পাখির মস্তিষ্ক অন্যান্য পাখির চেয়ে আলাদা। এই কারণে টিয়া মানুষের ভাষা বুঝতে এবং সেই মতো কথা বলতে পারে। এমনকী তাকে একটি কথা বারবার বলার পরে সে বুঝে যায় কখন-কোথায় সেই কথাটা বলতে হবে। টিয়া পাখির মনে রাখার ক্ষমতা অন্য সব পাখিদের থেকে অনেক বেশি। তারা মানুষের কণ্ঠস্বরকে মনে রাখতে ও বুঝতে পারে। সব প্রজাতির টিয়া পাখিই যে কথা বলতে পারে তা নয়। মাত্র ৫ ধরনের টিয়া পাখি কথা বলতে পারে। টিয়া পাখি মানুষের মতো গানও গাইতে পারে। টিয়া পাখিরা গান গাইতে ভালবাসে। এমনকী খুব সুন্দর শিস দিতেও পারে।