RBI on 2000 Rupee Note: ২০০০ টাকার নোট খুচরো করতে ফুড ডেলিভারি অ্যাপ ভরসা!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 27, 2023 | 5:14 PM

অনেকেই ২০০০ টাকার নোট খুচরো করতে বেছে নিয়েছেন ফুড ডেলিভারি অ্যাপকে। এখন অনেকেই ক্যাশ অন ডেলিভারি করছেন ফুড ডেলিভারি অ্যাপে। ক্যাশ অন ডেলিভারিতে ২০০০ টাকার নোট দিচ্ছেন অনেক মানুষ। জোমাটো, একটি মজার ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি শুয়ে আছে ২০০০ টাকার বিছানাতে। সেই ছবি এখন ভাইরাল

আরবিআই তুলে নিচ্ছে ২০০০ টাকার নোট বাজার থেকে। বিভিন্ন ফুড ডেলিভারির অ্যাপে তার প্রভাব পড়ছে। অনেকেই ২০০০ টাকার নোট খুচরো করতে বেছে নিয়েছেন ফুড ডেলিভারি অ্যাপকে। এখন অনেকেই ক্যাশ অন ডেলিভারি করছেন ফুড ডেলিভারি অ্যাপে। ক্যাশ অন ডেলিভারিতে ২০০০ টাকার নোট দিচ্ছেন অনেক মানুষ। জোমাটো, একটি মজার ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি শুয়ে আছে ২০০০ টাকার বিছানাতে। সেই ছবি এখন ভাইরাল। জোমাটোতে আছে একাধিক টাকা পেমেন্ট করার সুযোগ। জোমাটোতে আছে নিজস্ব UPI পরিষেবা। এই পরিষেবাতে ইউজাররা খুব সহজে টাকা পেমেন্ট করা যায়। Google Pay এবং অন্যান্য UPI অ্যাপও ইউজাররা ব্যবহার করতে পারবে। জোমাটোতে UPI আইডি বানানো লিঙ্ক করতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। খুব দ্রুত চালু হবে এই পরিষেবা।