Paschim Burdwan News: সরকারে নেই ভরসা, রাস্তা তৈরি করছেন গ্রামবাসীরাই

Paschim Burdwan News: সরকারে নেই ভরসা, রাস্তা তৈরি করছেন গ্রামবাসীরাই

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jun 05, 2023 | 5:10 PM

দাবি ছিল তাদের চলাচলের একটি ভালো রাস্তা তৈরি করে দেওয়া হোক। বছরে অন্যান্য দিনের থেকে সব থেকে বড় সমস্যায় পড়তে হয় বর্ষাকালে। কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা তৈরি না হলেও একটি ড্রেন তৈরি করে দেয়। কয়েক মাস আগে, এতে দুর্ভোগের মধ্যে পড়তে হয় এই এলাকার বাসিন্দাদের

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা সুভাষপল্লী এলাকায় মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের চলার পথের রাস্তা নিয়ে। ২০১১ সাল থেকে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিতভাবে আবেদন করেছিলেন। দাবি ছিল তাদের চলাচলের একটি ভালো রাস্তা তৈরি করে দেওয়া হোক। বছরে অন্যান্য দিনের থেকে সব থেকে বড় সমস্যায় পড়তে হয় বর্ষাকালে। কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা তৈরি না হলেও একটি ড্রেন তৈরি করে দেয়। কয়েক মাস আগে, এতে দুর্ভোগের মধ্যে পড়তে হয় এই এলাকার বাসিন্দাদের । ‌ কারণ ড্রেন তৈরির সেই কাটা মাটি রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। যার ফলে চলার অযোগ্য হয়ে পড়ে রাস্তা। অল্প বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। এই বিষয়েও অভিযোগ জানালেও কবে রাস্তা তৈরি হবে তার কোন সদুত্তর মেলেনি।