Medinipur: SIR-এর নোটিস পেয়ে মুখে কুলুপ বাংলাদেশি কলোনির লোকজনদের

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 28, 2025 | 5:47 PM

কেউ ১৫ বছর ধরে রয়েছে কেউবা ২০ বছর ধরে এখানে বসবাস করছে। ভোটার কার্ড আধার কার্ড সবই রয়েছে তাদের। কিন্তু তাদের নেই ২০০২ সালের ভোটার লিস্টে নাম। ফলে নিয়মমাফিক নির্বাচন কমিশনের কাছ থেকে পেয়েছে হিয়ারিং এর নোটিস।

মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকায় বাংলাদেশি কলোনি বলে পরিচিত হঠাৎপল্লীতে চিন্তা বাড়ল। ১৫২,১৫৩,১৫৪ বুথের প্রায় শতাধিক পরিবার হাতে পেল এসআইআর-এর দ্বিতীয় পর্যায়ের শুনানির চিঠি। সেই চিঠি হাতে পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। কারণ তাঁরা প্রত্যেকেই বাংলাদেশি। এদেশের কোন কাগজপত্রই তাদের নেই। বাংলাদেশের দাঙ্গা লাগার সময় তারা লুকিয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল এই মেদিনীপুর শহরে। কেউ ১৫ বছর ধরে রয়েছে কেউবা ২০ বছর ধরে এখানে বসবাস করছে। ভোটার কার্ড আধার কার্ড সবই রয়েছে তাদের। কিন্তু তাদের নেই ২০০২ সালের ভোটার লিস্টে নাম। ফলে নিয়মমাফিক নির্বাচন কমিশনের কাছ থেকে পেয়েছে হিয়ারিং এর নোটিস।