New Town: কলকাতার উপকন্ঠেই মিনি বাংলাদেশ? বাসিন্দারাই ফাঁস করে দিলেন…
SIR in Bengal: এসআইআর শুরু হওয়ার পর বহু মানুষই ঘর ছেড়ে পালাচ্ছেন! যাচ্ছেন কোথায়? নিউ টাউনের ঝুপড়ি অঞ্চলে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। একের পর এক বসতিতে দেখা যাচ্ছে এই একই ছবি। বাংলাদেশ থেকে ওরা এসেছিল বলেই জানা যাচ্ছে। অনুপ্রবেশকারীদের আস্তানা ছিল কলকাতা শহরের এত কাছে!
পূর্বপাড়ার পর এবার উত্তরা মাঠের ঘুনি বস্তি। ঝুপড়ি ছেড়ে অনুপ্রবেশকারীরা একে একে পালাচ্ছে! বৃহস্পতিবার সকালে দেখা গেল সেই ছবি। ওই এলাকায় কোনওটাই স্থায়ী ঘর নয়। বেশিরভাগ মানুষই অস্থায়ী বাসিন্দা। বিহারে এসআইআর শুরু হওয়ার পর অনেকেই চলে গিয়েছেন। তারা কোথা থেকে এসেছিল, কোথায় বা গিয়েছে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্থানীয় বাসিন্দারই সবটা বলে দিচ্ছেন। এত বাংলাদেশি কীভাবে ঘাঁটি গেড়েছে, তা স্পষ্ট নয়। অনেকে কাগজপত্র জোগাড় করার চেষ্টা করছেন বলেও দাবি প্রতিবেশীদের।