Jhargram News: হাতির জন্য রাস্তায় শুয়ে মানুষ!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 12, 2023 | 7:02 PM

রাস্তায় শুয়ে প্রতিবাদ। বিক্ষোভ ফের হাতির হামলার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পালইডাঙ্গা -জামবেদিয়া এলাকায় গত এক সপ্তাহ ধরে হাতি তান্ডব চালাচ্ছে এলাকায় ক্ষতি করছে ঘরবাড়ি। নষ্ট করছে চাষের ফসল।

রাস্তায় শুয়ে প্রতিবাদ। বিক্ষোভ ফের হাতির হামলার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পালইডাঙ্গা -জামবেদিয়া এলাকায় গত এক সপ্তাহ ধরে হাতি তান্ডব চালাচ্ছে এলাকায় ক্ষতি করছে ঘরবাড়ি। নষ্ট করছে চাষের ফসল। অভিযোগ হাতি তাড়ানো থেকে ফসলের ক্ষতিপূরণ কোনটাই পান না ক্ষতিগ্রস্তরা যার কারণেই আজ সকাল থেকে সাঁকরাইলের পালোই ডাঙ্গা জামবেদিয়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে গজাসিমুল কেশিয়াপাতা রাস্তায় যানজট। গত কাল রাত্রে পালোইডাঙ্গা জাম্বাদিয়া এলাকায় তাণ্ডব চালায় 40 থেকে 50 টি একটি হাতির দল । ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ঘর । নষ্ট হয়েছে ফসল । তাই ক্ষতিপূরণের দাবিতে এই অবরোধ।