Personal Finance: আঁতকে উঠবেন এই রিপোর্ট দেখলে, দেউলিয়া হতে পারে আপনিও!
Bankruptcy: ১২টি শহরের ৩৫ থেকে ৫৪ বছর বয়সী ৪ হাজারের বেশি মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে কোনও রকম পরিকল্পনা ছাড়াই বিশৃঙ্খলভাবে জীবন চালাচ্ছেন তাঁরা। যদিও এটা বলা যায় তাঁরা জীবনে একরকম ফেঁসে রয়েছেন।
দেশের ৫০ শতাংশ মানুষের উপর বাবা-মা, স্ত্রী ও সন্তানের দায়িত্ব থাকায় তাঁদের হাতে সঞ্চয়ের জন্য একটা টাকাও থাকে না, বলছে ইউগভের একটি সমীক্ষা। এই ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনই চলে ক্রেডিট কার্ডে। আর তাঁদের যা আয় তাই ব্যয়ের খাতায় চলে যায়। জানা গিয়েছে, স্বাস্থ্য পরিষেবা বা শিক্ষার জন্য ঋণে জর্জরিত এই ব্যক্তিরা। আবার অনেকেই ঋণ নিয়েছেন ছুটি কাটানো বা ঘুরিতে যাওয়া বা বাড়ি মেরামতির জন্য।
১২টি শহরের ৩৫ থেকে ৫৪ বছর বয়সী ৪ হাজারের বেশি মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে কোনও রকম পরিকল্পনা ছাড়াই বিশৃঙ্খলভাবে জীবন চালাচ্ছেন তাঁরা। যদিও এটা বলা যায় তাঁরা জীবনে একরকম ফেঁসে রয়েছেন। সমীক্ষা বলছে, তাঁদের ঘাড়ে রয়েছে তাঁদের বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব, সন্তানদের দায়িত্বও। সমীক্ষা এও বলছে যে, এই ব্যক্তিরা মনে করেন, তাঁরা যা সঞ্চয় করেন তা তাঁদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য একেবারেই পর্যাপ্ত নয়।
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

