Holi 2023: এঁদের মধ্যে অনেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, এরা কি সত্যিই সমাজের থেকে আলাদা?

Mar 06, 2023 | 9:53 PM

Holi 2023: এঁদের মধ্যে অনেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, এরা কি সত্যিই সমাজের থেকে আলাদা?

রঙের উৎসবে আজ হয়তো তারা সমাজের থেকে কিছুটা ব্রাত্য। এঁদের মধ্যে অনেকে রয়েছে প্রবীণ ব্যক্তি এবং অনেকে রয়েছে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। আনন্দের উৎসবে তাদের কথা হয়তো অনেকেরই মনে পড়ে না। তাদেরও ইচ্ছে করে রং খেলতে। তারা কি সত্যিই সমাজের থেকে আলাদা?তাদের এই সাদাকালো জীবনে থেকে রঙিন পৃথিবীটা কোথাও যেন ফিকে হয়ে গেছে। তারা রঙের উৎসবে, বসন্তের ছোঁয়ায় সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিল। তাদের মুখে এক রাস হাসি। তাদের মধ্যে কেউ সেজেছে রাধা,কেউ সেজেছে কৃষ্ণ। বিশেষভাবে সক্ষম শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে আবির দিয়ে খেলতে দেখা গেল তরুণ তরুণীদের। সব দুঃখ কষ্ট ভুলে আবিরের রঙে তারা যেন রঙিন হয়ে গেছে।