ইউটিউবে একটি ভিডিয়োয় দাবি করা হয়েছে,পিএম কন্যা আশীর্বাদ যোজনায় ১.৮০ লক্ষ টাকা করে পাবেন কন্যা সন্তানরা। পিআইবি-র তরফে জানানো হয়েছে,ভিডিয়োটি ভুয়ো। কিছু কিছু ক্ষেত্রে যেমন সাধারণ নাগরিকরা পরিষেবা পান। কিছু ক্ষেত্রে নগদ টাকা সরাসরি পৌঁছে যায় নাগরিকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। সরকারের তরফে ঘোষণা না করা হলেও সোশ্যাল মিডিয়ায় সরকারি প্রকল্পের ভুল তথ্য ছড়ায়। এতে সাধারণ নাগরিকরা বিভ্রান্ত হন। সম্প্রতি এরকম একটি ভিডিয়ো ইউটিউবে ছড়িয়ে পড়ে। সেখানে আরও বলা হয়েছিল,কন্যা সন্তানের বাবা-মায়ের অ্য়াকাউন্টে সরাসরি সেই টাকা পৌঁছে যাবে। গভর্নমেন্ট জ্ঞান নামক এক চ্যানেল থেকে ওই ভিডিয়োটি আপলোড করা হয়। এই ভিডিয়োটি দেশের অনেক নাগরিকের কাছেই ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে ভিডিয়োটি মিথ্যে। সেই ভিডিয়োয় দাবি করা সব স্কিমও ভুয়ো। সরকারের তরফে পিআইবি ফ্যাক্ট চেক টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে,এই ভিডিয়োর কোনও সত্যতা নেই। কন্যা সন্তানদের মা-বাবাকে এরকম কোনও স্কিম অফার করা হচ্ছে না কেন্দ্রের তরফে।