Vastu Lifting Coins or Notes: রাস্তায় কয়েন বা টাকা পড়ে আছে? সাবধান!
অনেক সময় দেখা যায় রাস্তায় কয়েন বা টাকা পড়ে আছে। সেই টাকা অনেকেই নিয়ে নেন। তাঁরা ভাবেন সেটা হয়তো ভাগ্যবান তাঁদের জন্য। কিন্তু আদৌ কি সেই কয়েন বা টাকা নেওয়া উচিত?
অনেক সময় দেখা যায় রাস্তায় কয়েন বা টাকা পড়ে আছে। সেই টাকা অনেকেই নিয়ে নেন। তাঁরা ভাবেন সেটা হয়তো ভাগ্যবান তাঁদের জন্য। কিন্তু আদৌ কি সেই কয়েন বা টাকা নেওয়া উচিত। অনেকে আবার সেই টাকা খরচ করে দেন। কেউ আবার সেই টাকা জমিয়ে রাখা। আপনার জন্য সেই টাকা শুভ না অশুভ? রাস্তায় কয়েন পড়ে থাকতে দেখলে শুভ মনে করা হয়। বাস্তু মতে এটি পূর্বপুরুষের আশীর্বাদ। পরিশ্রম করলে তবেই আপনি সফল হতে পারবেন। চিনে কয়েন এবং টাকাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। কাজ করে বাড়িতে ফেরার সময় টাকা বা কয়েন দেখতে পেলে তা শুভ। বাস্তু মতে, কাজের জন্য বাড়ি থেকে বেড়ানোর সময় মুদ্রা বা নোট পড়ে থাকলেও শুভ। আর্থিক সুবিধা পেতে পারেন। রাস্তায় টাকা পড়ে থাকলে, দান করতে পারেন মন্দিরে। কিন্তু কখনও সেই টাকা খরচ করা উচিত না।