PM Modi: মোদীর ভুল উচ্চারণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

| Edited By: Avra Chattopadhyay

Jan 20, 2026 | 10:23 AM

PM Modi Controversy: সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সমর্থিত বিভিন্ন পেজগুলি মোদীর সেই ভিডিয়ো পোস্ট করে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপিকে। হাতিয়ার করেছে বাংলা-বাঙালি ঐতিহ্যের কথা। অন্যদিকে বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী তো পুজোর মন্ত্র ভুল উচ্চারণ করে।

মালদহ: উত্তরে সভা করে বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুল উচ্চারণ ঘিরে সাধারণের প্রশ্নের মুখে মোদী। ১৭ জানুয়ারি মালদহের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি মন্দিরের নাম উচ্চারণ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। উচ্চারণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সমর্থিত বিভিন্ন পেজগুলি মোদীর সেই ভিডিয়ো পোস্ট করে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপিকে। হাতিয়ার করেছে বাংলা-বাঙালি ঐতিহ্যের কথা। অন্যদিকে বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী তো পুজোর মন্ত্র ভুল উচ্চারণ করে।