PM Modi in Singur: যা গত ২৪ ঘণ্টায় হয়েছে, তা গত ১০০ বছরে হয়নি: মোদী

| Edited By: Avra Chattopadhyay

Jan 18, 2026 | 11:27 PM

PM Modi Visits Bengal: প্রায় ১৮ বছর আগে যে মাটি থেকে শিল্প বিদায় নিয়েছিল প্রধানমন্ত্রী সেই মাটিতেই পা রাখার আগে করলেন একগুচ্ছ উদ্বোধন। রবিবার সিঙ্গুরের সরকারি সভাস্থলে ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। বলাগড়ে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর হল তাঁর হাত দিয়েই। সঙ্গে ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে শুর হল ট্রেন।

তিনি এলেন। তাও আবার সিঙ্গুরের মাটিত। প্রায় ১৮ বছর আগে যে মাটি থেকে শিল্প বিদায় নিয়েছিল প্রধানমন্ত্রী সেই মাটিতেই পা রাখার আগে করলেন একগুচ্ছ উদ্বোধন। রবিবার সিঙ্গুরের সরকারি সভাস্থলে ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। বলাগড়ে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর হল তাঁর হাত দিয়েই। সঙ্গে ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে শুর হল ট্রেন।

এদিন সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, ‘বিকশিত ভারত আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে কেন্দ্র প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। আমার এই দু’দিনের কর্মসূচি এই সংকল্পকে মজবুত করেছে। বাংলা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রা শুরু করেছে। বাংলা আধা ডজন নতুন ট্রেন, অমৃত ভারত ট্রেন পেয়েছে। গত ২৪ ঘণ্টায় যা হয়েছে, তা গত ১০০ বছরে হয়নি।’