পুতিনের জন্য প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী মোদী

|

Dec 05, 2025 | 1:28 PM

PM Modi-Vladimir Putin: চিরাচরিত নিয়ম ভেঙে পুতিনকে স্বাগত জানাতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বিমানবন্দরেই জড়িয়ে ধরেন। পুতিনের নিজস্ব লিম্যুজিন ওরাস সেনেট ভারতে চলে এলেও, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা ফরচুনারে চড়লেন। গাড়িতে বসে দুজনে তুললেন সেলফিও। আজ দিনভর ঠাসা কর্মসূচি পুতিনের। 

বন্ধুকে স্বাগত জানাতে প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার  সন্ধে ৬টা ৩৫ মিনিটে নামার কথা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।  প্রায় ৭টার দিকে দিল্লি বিমানবন্দরে নামলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  চিরাচরিত নিয়ম ভেঙে পুতিনকে স্বাগত জানাতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে বিমানবন্দরেই জড়িয়ে ধরেন। পুতিনের নিজস্ব লিম্যুজিন ওরাস সেনেট ভারতে চলে এলেও, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা ফরচুনারে চড়লেন। গাড়িতে বসে দুজনে তুললেন সেলফিও। আজ দিনভর ঠাসা কর্মসূচি পুতিনের।