PM Modi Meeting: খগেনের উপরে কে হামলা করেছিল, জানতে চাইলেন প্রধানমন্ত্রী মোদী

|

Dec 03, 2025 | 7:41 PM

PM Modi-BJP Meeting: আজ, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সংসদে প্রধানমন্ত্রীর দফতরে বাংলার বিজেপির সাংসদদের নিয়ে বৈঠক শুরু হয়। সেই বৈঠক এখনও চলছে বলেই খবর। বৈঠকে রয়েছেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। ছিলেন ১২ জন সাংসদ। তবে উপস্থিত ছিলেন না অনন্ত মহারাজ।

বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে কারা, কীভাবে হামলা চালিয়েছিল, জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)আজ, ৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর দফতরেই এই বৈঠক হয়। আর সেখানেই উঠে এল খগেন মুর্মুর (Khagen Murmu) প্রসঙ্গ। একইসঙ্গে বাংলার রাজনীতি ও নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা হয়েছে। ২০২৬ সালেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে থেকেই নির্বাচনী ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। এবার প্রধানমন্ত্রীও বসলেন বাংলার সাংসদদের নিয়ে। আজ, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সংসদে প্রধানমন্ত্রীর দফতরে বাংলার বিজেপির সাংসদদের নিয়ে বৈঠক শুরু হয়। সেই বৈঠক এখনও চলছে বলেই খবর। বৈঠকে রয়েছেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। ছিলেন ১২ জন সাংসদ। তবে উপস্থিত ছিলেন না অনন্ত মহারাজ। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না জলপাইগুড়ির বিধায়ক জয়ন্ত রায়ও।