International Yoga Day 2024: ডাল লেকের পাড়ে যোগাসনে মোদী, যোগ দিবস পালন করলেন ভারতীয় সেনারাও

International Yoga Day 2024: ডাল লেকের পাড়ে যোগাসনে মোদী, যোগ দিবস পালন করলেন ভারতীয় সেনারাও

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jun 21, 2024 | 9:49 AM

PM Narendra Modi in International Yoga Day 2024: আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস। শ্রীনগরে ডাল লেকের ধারে যোগাভ্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হরিদ্বারে যোগদিবস পালন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাশ্মীরের কনকনে ঠান্ডা থেকে রাজস্থানের প্রচণ্ড গরমে যোগ দিবস পালনে ভারতীয় সেনাও।

আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস। শ্রীনগরে ডাল লেকের ধারে ধারে মনোমুগ্ধকর পরিবেশ। আর সেখানেই যোগাভ্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর সঙ্গে যোগ অনুশীলনে আরও ৭ হাজার মানুষ। প্রধানমন্ত্রী ছাড়াও যোগ দিবসে অংশগ্রহণ করেন আরও অনেক নেতা-মন্ত্রীরা। অংশগ্রহণ করেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ। হরিদ্বারের যোগপীঠে যোগাভ্যাস করেন যোগগুরু রামদেব। তাঁর সঙ্গেই যোগদিবস পালন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এটাই প্রথম কাশ্মীর সফর নরেন্দ্র মোদীর। যোগাসনকে বিশ্বের আঙিনায় পৌঁছে দেওয়ার প্রধান কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই। ২০১৪-তে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই তিনি রাষ্ট্রপুঞ্জে ২১ জুনকে যোগ দিবস হিসাবে পালন করার প্রস্তাব দেন। আর তাঁর সেই প্রস্তাবই গ্রহণ করে রাষ্ট্রপুঞ্জ।

দশম আন্তর্জাতিক যোগ দিবসে শুধু নেতা-মন্ত্রীরাই নয়, কাশ্মীরের কনকনে ঠান্ডা থেকে রাজস্থানের প্রচণ্ড গরমে যোগ দিবস পালন করছে ভারতীয় সেনাও।

Published on: Jun 21, 2024 09:49 AM