PM Modi: শনিতে বাংলায় মোদী, তাঁর হেলিকপ্টার নামছে কোথায়, জানেন?
Kolkata: পাশাপাশি রয়েছে তার জনসভা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নদিয়াকে। সকাল থেকেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা। হেলিপ্যাড যেখানে প্রধানমন্ত্রী নামবেন। প্রধানমন্ত্রী তাহেরপুর থানার পেছনে মাঠে পরীক্ষামূলক ভাবে নামতে শুরু করেছে হেলিকপ্টার। কাল কী কী বলবেন তিনি?সেই দিকেই তাকিয়ে রয়েছে তাহেরপুর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাজো-সাজো রব। ব্যানার-ফেস্টুন পতাকায় সেজে উঠেছে তাহেরপুর। আর কয়েক ঘণ্টার পরই নদিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (NarendraModi)। তাহেরপুর পৌরসভার নেতাজী পার্কের মাঠে রয়েছে তার কর্মসূচি। তিনি প্রশাসনিক বৈঠক করবেন ও কেন্দ্র বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি রয়েছে তার জনসভা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নদিয়াকে। সকাল থেকেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা। হেলিপ্যাড যেখানে প্রধানমন্ত্রী নামবেন। প্রধানমন্ত্রী তাহেরপুর থানার পেছনে মাঠে পরীক্ষামূলক ভাবে নামতে শুরু করেছে হেলিকপ্টার। কাল কী কী বলবেন তিনি?সেই দিকেই তাকিয়ে রয়েছে তাহেরপুর।
Published on: Dec 19, 2025 01:34 PM