PM Narendra Modi: মাথায় স্নেহের হাত, দিল্লি বিস্ফোরণে আহতদের দেখে কী বললেন প্রধানমন্ত্রী?

|

Nov 12, 2025 | 7:23 PM

Delhi Blast: গত সোমবার, ১০ নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এ দিন দুপুরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করেন।

ভুটান সফর থেকে ফিরেই হাসপাতালে ছুটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  গত সোমবার, ১০ নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এ দিন দুপুরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লি বিস্ফোরণের পরই ভুটান সফর থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। দোষীদের কড়া শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

Published on: Nov 12, 2025 07:21 PM