Kalna Super Speciality Hospital: নার্সদের ঘরে বিষধর সাপ!
আজ দুপুর নাগাদ নার্সিং স্টাফেদের ঘরে একটি বিষধর কেউটে সাপ দেখা যায়। তড়িঘড়ি এলাকার এক ব্যক্তিকে ডেকে সাপ ধরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে কালনা হসপিটাল সুপার জানায় যে হসপিটাল চত্বরে বন জঙ্গল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই সাপেরা এই জায়গায় এসে আশ্রয় নিচ্ছে
কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নার্সিং স্টাফেদের ঘরে বিষধর সাপের উপদ্রব।আতঙ্কিত কালনার নার্সিং স্টাফেরা। অভিযোগ প্রায়ই হাসপাতালের বিভিন্ন জায়গায় সাপ দেখা যায়। আজ দুপুর নাগাদ নার্সিং স্টাফেদের ঘরে একটি বিষধর কেউটে সাপ দেখা যায়। তড়িঘড়ি এলাকার এক ব্যক্তিকে ডেকে সাপ ধরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে কালনা হসপিটাল সুপার জানায় যে হসপিটাল চত্বরে বন জঙ্গল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই সাপেরা এই জায়গায় এসে আশ্রয় নিচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে আস্তে আস্তে সাপের উপদ্রব কমে যাবে। নার্সিং স্টাফেরা জানান এর আগে ও নার্সিং স্টাফেদের ঘরে সাপ দেখতে পাওয়া গিয়েছিল।