Dhupguri News: ঘরে কালাচ সাপ,বাইরে কাটল…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 26, 2023 | 4:45 PM

ঘরের ভেতরে সঙ্গমে ব্যস্ত দুই বিষধর কালাচ সাপ। আতঙ্কে ঘরের বাইরে খোলা আকাশের নিচে রাত রাত কাটলো রায় পরিবারের। চাঞ্চল্য এলাকায় ধূপগুড়ির পশ্চিম মাগুরমাড়ী এলাকায়।

ঘরের ভেতরে সঙ্গমে ব্যস্ত দুই বিষধর কালাচ সাপ। আতঙ্কে ঘরের বাইরে খোলা আকাশের নিচে রাত রাত কাটলো রায় পরিবারের। চাঞ্চল্য এলাকায় ধূপগুড়ির পশ্চিম মাগুরমাড়ী এলাকায়। তখন গভীর নিদ্রায় পরিবারের সকলে। রাত তখন আনুমানিক তিনটা। আচমকা সাহেব রায়ের এর কানে ভেসে আসে ফোঁসফোঁস শব্দ। চোখ খুলে খাটের নিচে তাকালে দেখতে পান দুটি বিরাট আকারের বিষধর সাপ সঙ্গমে ব্যস্ত। যা দেখে চোখ কপালে উঠে যায় পরিবারের সদস্যদের। আতঙ্কে ঘর ছেরে বাইরে বেরিয়ে আসেন সকলে। খোলা আকাশের নিচে রাত কাটে রায় পরিবারের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের অন্তর্গত পশ্চিম মাগুরমাড়ী পাইকারপাড়া এলাকায়। আনুমানিক রাত তিনটা নাগাদ ঘরের ভেতর সাপের উপস্থিতি টের পান তারা। যে সাপ দুটি ঘরের ভেতরে সঙ্গমে মত্ত ছিলো সেগুলি আসলে যে ভারতের সমস্ত বিষধর সাপগুলোর মধ্যে প্রথম সারির এক নম্বর তালিকায় থাকা বিষধর কালাচ, যাকে ইন্ডিয়ান কমন ক্রেইট সাপ বলা হয় তা জানতেন না বাড়ির মালিক। যখন পরিবেশ প্রেমীদের সেই সাপের ভিডিও তারা দেখান তাদের কাছ থেকে যখন জানতে পারে আসলে এগুলি কালাচ তখন আরো বেশি ভয় পেয়ে যান তারা। সাপ দুটি এখনো ঘরের মধ্যেই একটি ইঁদুরের গর্তে ঢুকে রয়েছে বলে দাবী পরিবারের। যার কারণে আতঙ্কে ঘরের ভেতরে ঢুকছেন না পরিবারের লোকেরা। বাড়ির মালিক কার্তিক রায় বলেন, রাতের বেলা ঘরের ভেতরে ঢুকে পরে দুটি সাপ। খেলায় মত্ত হয়। তখন ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলো ছেলে সাহেব ও তার স্ত্রী। ভয়ে সকলে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আতংকে ঘরে কেউ ঢুকছে না। সর্প বিশারদ মিন্টু চৌধূরী জানান , কালাচ সাপ এই ভাবে ঘরের ভেতরে কখনো প্রজনন করতে দেখা যায় নি বা শোনাও যায় নি । বিরল ঘটনা । সম্ভবত গ্রামের বিভিন্ন জায়গায় টানা কয়েক দিনের বৃষ্টির কারনে জল জমে গেছে সেই কারনেই ঘরের ভেতরে আশ্রয় নিয়ে থাকত্বে পারে । ভারতের মধ্যে সব থেকে বিষধর এই কালাচ সাপ । মানুষ কে সাবধান থাকতে হবে । অনেক সময় দাড়াশ সাপ ভেবেও ভুল করে থাকেন মানুষজন ।