Naihati Fraud News: প্রতারক দম্পতি গ্রেফতার

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 29, 2023 | 4:05 PM

কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি পুলিশ।

কোটি কোটি টাকা আর্থিক প্রতারনার অভিযোগে নৈহাটি অরবিন্দপল্লী এলাকার এক দম্পতিকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার নামে ধৃত দম্পতিকে ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি পুলিশ।বহু মানুষদের কাছ থেকে নানা আর্থিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ করতো। কাউকে লোন পাইয়ে দেবার নাম করে, আবার কাউকে চাকরি পাইয়ের দেওয়ার নাম করে,আবার কাউকে মোটা টাকার সুদ দেওয়ার নাম করে কোটি-কোটি টাকা আত্মসাৎ করে। আর তাদের টাকা না দিয়ে গত ২০ মে ২০২৩ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর নৈহাটি থানায় অভিযোগ দায়ের করার পর প্রায় তিন মাস পর ব্যঙ্গালোর থেকে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।