Purba Burdwan News: জড়ো হয়েছিল ডাকাতির জন্য...

Purba Burdwan News: জড়ো হয়েছিল ডাকাতির জন্য…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 08, 2023 | 7:53 PM

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল তিন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান সহ ২ রাউণ্ড গুলি। ধৃত তিনজনের নাম সেখ কাজল,শুভম প্রসাদ গুপ্ত, রাজু ঘোষ। এদের বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর, ধোকরাশহিদ ও ইছলাবাদ এলাকায়। শুক্রবার অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল তিন দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান সহ ২ রাউণ্ড গুলি। ধৃত তিনজনের নাম সেখ কাজল,শুভম প্রসাদ গুপ্ত, রাজু ঘোষ। এদের বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর, ধোকরাশহিদ ও ইছলাবাদ এলাকায়। শুক্রবার অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের গোদা এলাকার একটি নির্জন জায়গায় ৮-৯ জনের দুষ্কৃতী দল জড়ো হয়েছিল। বর্ধমান থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দিয়ে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও ২ রাউণ্ড গুলি, পাশাপাশি ডাকাতি করার বেশ কিছু সরঞ্জাম লোহার রড, লাঠি প্রভৃতি উদ্ধার করে পুলিশ। ধৃতরা জাতীয় সড়কের যাতায়াত করা গাড়িতে ডাকাতির পরিকল্পনায় জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান। শুক্রবারই ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।