Kalna Theft News: টোটোর ব্যাটারি চুরি করতে গিয়ে…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 29, 2023 | 3:38 PM

বুধবার সকালে কালনার কাটিগঙ্গা এলাকার ঘটনা। এলাকাবাসী তাকে দড়ি দিয়ে বেধে রেখে কালনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ বুধবার সকালে কালনা কাটিগঙ্গা এলাকার বাসিন্দা অমর পাল নামে এক ব্যক্তির বাড়ি থেকে টোটোর ব্যাটারি চুরি করতে এসে হাতে নাতে ধরা পরল এক চোর ৷

বুধবার সকালে কালনার কাটিগঙ্গা এলাকার ঘটনা। এলাকাবাসী তাকে দড়ি দিয়ে বেধে রেখে কালনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ বুধবার সকালে কালনা কাটিগঙ্গা এলাকার বাসিন্দা অমর পাল নামে এক ব্যক্তির বাড়ি থেকে টোটোর ব্যাটারি চুরি করতে এসে হাতে নাতে ধরা পরল এক চোর ৷ ওই চোর অমর পালের বাড়িতে প্রবেশ করে এবং টোটোর ব্যাটারি খুলে ফেলে ৷

পরে মালিক এবং পাশের বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করলে ছুটে আসে এলাকাবাসী ৷ ততক্ষণে চোর ঘাড়ে করে ব্যাটারি নিয়ে পালায় খেয়া ঘাটে , সেখানেই ওই চোরকে হাতে নাতে ধরে ফেলে৷ এলাকাবাসীরা ওই চোরকে উত্তম মধ্যম দিয়ে একটি দোকানে জানালার সঙ্গে বেঁধে রাখে দীর্ঘ সময়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ৷ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷৷