Kalna News: ধানের গোডাউনে বস্তা বন্দী দেহ!
ধান সিদ্ধর স্টিম ঘরের গোডাউন থেকে আজ সকালে বস্তা বন্দি যুবকের মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালনার রংপাড়া গ্রামে,ঘটনা স্থলে যায় কালনা থানার পুলিশ, মৃত যুবকের নাম রকি হালদার (১৭), মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় কালনা পুলিশ।
ধান সিদ্ধর স্টিম ঘরের গোডাউন থেকে আজ সকালে বস্তা বন্দি যুবকের মৃত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালনার রংপাড়া গ্রামে,ঘটনা স্থলে যায় কালনা থানার পুলিশ, মৃত যুবকের নাম রকি হালদার (১৭), মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় কালনা পুলিশ।
বন্ধু বান্ধরাই জড়িত থাকতে পারে,তারাই খুন করে বস্তায় ভরে ফেলেছে,দাবি মৃতর আত্মীয়দের। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ, মায়ের সাথে গত দুই মাস ধরে কালনার রংপাড়ার একটি ধান সিদ্ধর স্টিমে কাজ করতো কালনারই ধর্মডাঙ্গা গ্রামের বছর সতেরোর রকি হালদার,গতকাল সন্ধে গড়িয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় তার মা রিনা হালদার কয়েকবার রকিকে ফোন করে,কয়েকবার কথাও হয়েছিল মায়ের সাথে,তার পর থেকে বাড়ি না ফেরায় ফের রকিকে ফোন করেন রিনা দেবী,কিন্তু ফোন বন্ধ থাকায় ছেলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাতে বাড়ি না ফেরায় ভীষণ চিন্তায় পড়েযান রকির মা,তাই আজ সকালে স্টিমে খোঁজ করতে গেলেই ধানের গোডাউনের একটি কোনে বস্তা বন্দি অবস্থায় পরে থাকে রকি,মায়ের চিৎকার শুনে ছুটে আসে সহ কর্মীরা,সঙ্গে সঙ্গে কালনা থানার পুলিশে খবর দেওয়া হলে ঘটনা স্থলে পুলিশ আসে ও দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা হাসপাতালে পাঠায় কালনা পুলিশ,কি কারণে খুন,এই খুনের সাথে কারা যুক্ত তা খতিয়ে দেখছে কালনা পুলিশ।