Tarakeswar Agitation News: পিয়াসারায় পুলিশের বিরুদ্ধে পোস্টার!
পুলিশের বিরুদ্ধে পোস্টার তারকেশ্বরের পিয়াসারা এলাকায়। পোস্টারে লেখা শ্রান্ত পিয়াসারা কে অশান্ত করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও, কোটি পতি দের টাকা খেয়ে বেআইনি কাজে মদতে দেওয়া পুলিশ তারকেশ্বর থেকে দূর হটো।
পুলিশের বিরুদ্ধে পোস্টার তারকেশ্বরের পিয়াসারা এলাকায়। পোস্টারে লেখা শ্রান্ত পিয়াসারা কে অশান্ত করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও, কোটি পতি দের টাকা খেয়ে বেআইনি কাজে মদতে দেওয়া পুলিশ তারকেশ্বর থেকে দূর হটো। উল্লেখ্য গত কাল সন্ধ্যায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধের জেরে তৃণমূল নেতা সইদুল মোল্লাকে টঙ্গী দিয়ে কোপানো হয়,পাল্টা সইদুলের বিরুদ্ধে অভিযোগ বিধায়ক তৃণমূল কার্যালয় ভাঙচুর এবং এক তৃণমূল কর্মী কে গুলি করার পর সইদুল কে মারধোর করেন সাধরণ মানুষ।
ইতি মধ্যেই গত কালকের ঘটনার সাথে যুক্ত তিন জনকে আটক করেছে পুলিশি। স্থানীয় পঞ্চায়েত উপ প্রধান শেখ মনিরুল ইসলামের দাবি এলাকা অশান্ত করছে পুলিশ তাই পুলিশের বিরুদ্ধে সাধরণ জনগণ পোস্টার দিয়েছে। অন্যদিকে গত কালকের ঘটনা প্রসঙ্গে বলেন সরকারি জায়গা কোটি পতি দেখল দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের এক গোষ্ঠী।সইদুল একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য তাই প্রতিবাদ করেছিল সে কারণেই তাকে মেরে ফেলার জন্য গত কাল তার উপর হামলা চালানো হয়েছিল।