Bagda Gold Recovery: ১৪ কোটির সোনা উদ্ধার!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 19, 2023 | 6:54 PM

অভিনব কায়দায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের মধ্যে করে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ এর বাগদার রনঘাট সীমান্তের ৬৮ নম্বর ব্যাটেলিয়ান এর বিএসএফ । ৫০ টি সোনার বিস্কুট ও ১৬ টি বার ও একটি বাইক সহ আটক এক যুবক। বিএসএফ জানিয়েছে ধৃতের নাম ইন্দ্রজিৎ পাল। উদ্ধার হওয়া সোনার ওজন ২২.৮ গ্রাম সোনার। যার বাজার মূল্য আনুমানিক ১৪ কোটি টাকা।

অভিনব কায়দায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের মধ্যে করে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ এর বাগদার রনঘাট সীমান্তের ৬৮ নম্বর ব্যাটেলিয়ান এর বিএসএফ । ৫০ টি সোনার বিস্কুট ও ১৬ টি বার ও একটি বাইক সহ আটক এক যুবক। বিএসএফ জানিয়েছে ধৃতের নাম ইন্দ্রজিৎ পাল। উদ্ধার হওয়া সোনার ওজন ২২.৮ গ্রাম সোনার। যার বাজার মূল্য আনুমানিক ১৪ কোটি টাকা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর বিএসএফের কাছে খবর আসে একটি লাল রঙের গ্ল্যামার গাড়িতে করে বাংলাদেশ থেকে ভারতের রণঘাট থেকে বানেশ্বরপুর এর দিকে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা লাল রঙের একটি বাইক দার করিয়ে তল্লাশি চালায়। বাইকের এয়ার ফিল্টারের মধ্যে থেকে ৫০টি সোনার বিস্কুট ও 16 টি উদ্ধার হয়। এই বিষয়ে বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি ইন্টেলিজেন্স অমরিশ কুমার জানিয়েছেন রনঘাট বিওপির আমাদের সজাগ দেওয়ানরা জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে । চোরাকার বাড়িরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করবার চেষ্টা চালিয়েছিল । প্রায় ২৩ কিলো সোনা উদ্ধার হয়েছে যার মূল্য ১৪ কোটি টাকা।