Murshidabad Hooch Recovery: আবগারি দফতরের হাতে এত মদ!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 13, 2023 | 9:16 PM

জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে আবগারী দপ্তরের আধিকারিক রা নবগ্রাম থানার শিবপুর গ্রাম পঞ্চায়েতের ফাঁপড় গ্রামের অভিযান চালায় এবং ওই গ্রামের একাধিক বাড়ী থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে চোলাই মদ সহ মদ তৈরির উপকরণ গুরজল এবং চোলাই মদ তৈরির প্রয়োজনীয় জিনিস পত্র।

জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে আবগারী দপ্তরের আধিকারিক রা নবগ্রাম থানার শিবপুর গ্রাম পঞ্চায়েতের ফাঁপড় গ্রামের অভিযান চালায় এবং ওই গ্রামের একাধিক বাড়ী থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে চোলাই মদ সহ মদ তৈরির উপকরণ গুরজল এবং চোলাই মদ তৈরির প্রয়োজনীয় জিনিস পত্র। এই দিন নবগ্রাম আবগারী দপ্তর, এর পাশাপাশি ছিল সাগারদিঘি আবগারী দপ্তর, মুশিদাবাদ আবগারী দপ্তর, ফারাক্কা আবগারী দপ্তর, রঘুনাথগঞ্জ আবগারী দপ্তর ও সামসেরগঞ্জ আবগারী দপ্তর। সাধারন মানুষকে চোলাই মুক্ত করতে এবং সাধারন মানুষকে চোলাই মদের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতে আবগারী দপ্তরের এই উদ্যোগ। তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন। আবগারি সুত্রে জানা যায় এই দিন দু জন মহিলা চোলাই মদ বিক্রেতা দের আটক করা হয় এবং পরবর্তী তে আবার যদি কেউ অবৈধ ভাবে চোলাই মদের কারবার করে তো তাদের বিরুদ্ধ কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে।