Malda News: বিয়ের ২০ দিনের মাথায়…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 26, 2023 | 7:44 PM

বিয়ের ২০ দিনের মাথায় নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য মালদার কালিয়াচক থানার দুইশত বিঘির খুব লালটোলা এলাকায়। মৃতদেহ আনা হলে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত গৃহবধূর নাম মমতা মণ্ডল বয়স ২১ বছর।

বিয়ের ২০ দিনের মাথায় নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার। চাঞ্চল্য মালদার কালিয়াচক থানার দুইশত বিঘির খুব লালটোলা এলাকায়। মৃতদেহ আনা হলে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত গৃহবধূর নাম মমতা মণ্ডল বয়স ২১ বছর। অভিযোগ স্বামী প্রসেনজিৎ মন্ডল শশুর মহাদেব মন্ডল শাশুড়ি জোসনা মন্ডল সহ শ্বশুর বাড়ির বেশ কয়েকজনের বিরুদ্ধে। কুড়ি দিন আগে বৈষ্ণবনগর থানার শুকদেবপুর এলাকায় ধর্ম মন্ডল এর মেয়ে মমতা মণ্ডল কালিয়াচক থানার প্রসেনজিতের সাথে প্রেম করেই বিয়ে করে।কিন্তু বিয়ের পরেই মমতার পরিবারের পক্ষ থেকে মোটা টাকা পন হিসেবে দাবি করা হয়,যে টাকা দেওয়া হয়েছিল। হঠাৎই আজ মমতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো কোনো গ্রেফতার নেই।

Published on: Sep 26, 2023 06:22 PM