South 24 Parganas News: পিক আপ ভ্যান গরু-ষাঁড় পাচার!
পিকআপ ভ্যানে করে এলাকার ষাঁড় ও গরু প্রচারের সময় হাতেনাতে ধরে ফেলল এলাকার বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পিকআপ ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় চালক সহ গরু পাচারকারীরা।
পিকআপ ভ্যানে করে এলাকার ষাঁড় ও গরু প্রচারের সময় হাতেনাতে ধরে ফেলল এলাকার বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পিকআপ ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় চালক সহ গরু পাচারকারীরা। আজ সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্ধমুনি তলাতে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মিস্ত্রি ও পঞ্চায়েত সদস্যরা। খবর দেওয়া মথুরাপুর থানাতে। পরে পুলিশ এসে পিকআপ ভ্যানে থাকার দুটি ষাঁড় ও একটি গরুকে উদ্ধার করে নিয়ে যায়। পিকআপ ভ্যানটিকে আটক করে নম্বর প্লেট ধরে গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। রাজ্যের গুরু পাচারকারীদের সঙ্গে এই পাচার চক্রের যোগ রয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান সহ এলাকার বাসিন্দাদের। পুলিশ ঘটনার তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখছে।