Basanti Political News: নির্দলও চাইছে নেতাগিরি করতে!

| Edited By: Tapasi Dutta

Aug 16, 2023 | 4:12 PM

এলাকার কর্তৃত্ব কায়েম করার জন্য ব্যাপক বোমাবাজি করার অভিযোগ উঠলো নির্দল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।মঙ্গলবার গভীর রাতে বোমাবাজিতে গোটা গ্রাম কেঁপে ওঠে।ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

এলাকার কর্তৃত্ব কায়েম করার জন্য ব্যাপক বোমাবাজি করার অভিযোগ উঠলো নির্দল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে বোমাবাজিতে গোটা গ্রাম কেঁপে ওঠে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙ্গী গ্রামের গোলামবারি মিঠাপুকুর পাড়া এলাকায়।গন্ডগোলের সূত্রপাত মঙ্গলবার দুপুরে। পাড়াতে একটি ঝামেলা হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।নির্দল আশ্রিত দুষ্কৃতিরা এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।ঘটনায় গুরুতর জখম হয় হাসেম আলি মোল্লা নামে এক তৃণমূল কর্মী।ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দেয় বাসন্তী থানার পুলিশ। মঙ্গলবার রাতে আবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।গ্রামবাসীদের অভিযোগ ক্ষমতা ধরে রাখতে তৃণমূলের প্রাক্তন প্রধান তথা নির্দল আশ্রিত দীপু সর্দারের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে এলাকায় বোমাবাজী হয়।ঘটনায় কুহেলি হালদার মণ্ডল ,প্রবীর সর্দারের ,রামপ্রসাদ সর্দারের বাড়িঘর আক্রান্ত হয়।পাল্টা দীপুদের অভিযোগ তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়েছে বৌদিকে।