Jhargram Bridge Problem: সেতু আসলে মৃত্যুফাঁদ!
ঝাড়গ্রাম জেলার সাপধরা গ্রাম পঞ্চায়েতের ছটো চাঁদাবিলা এলাকায় একটি খালের উপর সেতু রয়েছে। সেই সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে রয়েছে যাতায়াতের অসুবিধা হচ্ছে প্রায় ১৩ টি গ্রামের বাসিন্দাদের। সেই পুতরঙ্গি খালের বেহাল দসা নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন নিত্য দিনের কাজে যাওয়া মানুষজন।
ঝাড়গ্রাম জেলার সাপধরা গ্রাম পঞ্চায়েতের ছটো চাঁদাবিলা এলাকায় একটি খালের উপর সেতু রয়েছে। সেই সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে রয়েছে যাতায়াতের অসুবিধা হচ্ছে প্রায় ১৩ টি গ্রামের বাসিন্দাদের। সেই পুতরঙ্গি খালের বেহাল দসা নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন নিত্য দিনের কাজে যাওয়া মানুষজন। ১৩ থেকে ১৫টি গ্রামের সাধারণ মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল।
পুতরঙ্গি খালের বেহাল দশা হওয়ায় সমস্যায় পড়েছেন স্কুল পরুয়া থেকে মুমূর্ষ রুগী। এই খাল ওপর রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এলাকাবাসীর কাছে কিন্তু এই খালের যে অবস্থা তাতে দিনের পর দিন হেনস্থা হতে হচ্ছে এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্য দিনের যাত্রীদের, বিভিন্ন সময় ডেপুটেশন দিয়ে রাস্তা অবরোধ করে কোন সুরাহা হয়নি। কবে এই খালের ব্রিজ স্থায়ীভাবে নির্মাণ হবে তারি দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় গ্রামবাসীরা।