Moyna School News: শিক্ষক আসেন, পড়ুয়া আসে না!
কথায় বলে জ্ঞানী মানুষের পাশে থাকলে জ্ঞান বাড়ে কিন্তু আস্ত জ্ঞানের মন্দিরের পাশে থেকেও এখানে জ্ঞান মন্দিরের আলো নিভিতে বসে টা হলে কি হবে। এমনি উদাহরণ যেন অনেকতা মানান খায় পূর্ব মেদিনীপুর জেলার ময়না একটি বিদ্যালয়ে ক্ষেত্রে।
কথায় বলে জ্ঞানী মানুষের পাশে থাকলে জ্ঞান বাড়ে কিন্তু আস্ত জ্ঞানের মন্দিরের পাশে থেকেও এখানে জ্ঞান মন্দিরের আলো নিভিতে বসে টা হলে কি হবে। এমনি উদাহরণ যেন অনেকতা মানান খায় পূর্ব মেদিনীপুর জেলার ময়না একটি বিদ্যালয়ে ক্ষেত্রে। প্রায় রাজনৈতিক অশান্তির জন্য ময়না খ্যাতি রয়েছে। বিজেপি তৃণমূল সংঘর্ষ বোমা বন্দুক খেলা চলে। আর সেই আবহেও শিক্ষার প্রগতির বিকাশ কতটা হবে প্রশ্ন রয়েছে। ময়না ব্লকের রাধাবল্লব জুনিয়র হাই স্কুলের দীর্ঘ ২ বছর ধরে কোন ছাত্র নেই স্কুলের কর্মরত শিক্ষকের সংখ্যা বর্তমানে দুজন বিগত দিনের ছিলেন তিনজন। একজন কয়েকদিন আগে চলে যাওয়ায় এখন সংখ্যা মাত্র ২ জন ।খুব সত্তর আরেকজন শিক্ষক আবেদন করেছেন তার বাড়ি নবদ্বীপ সংলগ্ন এলাকায় যাবেন বলে। এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই স্কুলটি এই ভাবেই চলছে কখনো শিক্ষকরা আসেন কখনো বা আসেন না শিক্ষকদের তরফ থেকে বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে এস আই অফিস সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা সত্ত্বেও কোন সুরাহা হয়নি । পাইনি স্কুলের ক্লাসরুম ,দুটি থাকা সত্ত্বেও তালা ঝুলানো থাকে। আরেকটিতে যদিও খোলা হয়েছিল সেই ক্লাসরুমের পরিস্থিতি একদম ধুলোময়। এমনই পরিস্থিতি বহুদিন ধরে ক্লাস রুমের ব্ল্যাকবোর্ড টি ব্যবহার হয়নি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জুনিয়র হাই স্কুল গুলির ভবিষ্যৎ কোন দিকে তা রাজ্যের শিক্ষা দপ্তর বলতে পারবে। পাশে এলাকায় রয়েছে একাধিক নামজাদা স্কুল যেমন গোকুলনগর হাই স্কুল,উত্তর চোঙরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ, এই বিদ্যালয় গুলিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ দান হয় বলেই কি ছাত্র ছাত্রীদের অভিভাবকদের অনীহা বা পড়ুয়াদের ও সমস্যা ! যদিও এই বিদ্যালয় নিয়ে এস আই অফ স্কুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।