Ghatal Road Condition: খাল সংস্কারে পিচের রাস্তায় ধস!

| Edited By: Tapasi Dutta

Nov 28, 2023 | 5:38 PM

অবৈজ্ঞানিক ভাবে হয়েছে খাল সংস্কারের কাজ, তাই একটু একটু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পিচের রাস্তা ধসে যাচ্ছে খালে। এলাকার মানুষজনের দাবি হয়তো আর কিছুদিনের মধ্যে রাস্তা সম্পূর্ণ ধসে যাবে খালে। এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। যদি এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দাবি ইতিমধ্যেই জায়গাটি পরিদর্শন করা হয়েছে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

অবৈজ্ঞানিক ভাবে হয়েছে খাল সংস্কারের কাজ, তাই একটু একটু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পিচের রাস্তা ধসে যাচ্ছে খালে। এলাকার মানুষজনের দাবি হয়তো আর কিছুদিনের মধ্যে রাস্তা সম্পূর্ণ ধসে যাবে খালে। এলাকাবাসীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। যদি এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দাবি ইতিমধ্যেই জায়গাটি পরিদর্শন করা হয়েছে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। ঘটনায় শাসকদলক ও সেচ দপ্তরকে কটাক্ষ করেছে বিজেপি।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের শ্রীবরা থেকে খুকুড়দহ পর্যন্ত দুর্বাচাটি খালপাড় বরাবর PMGSY স্কিমের তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তায় শতাধিক গ্রামবাসীর একমাত্র যোগাযোগের মাধ্যম।আর সেই রাস্তায় প্রতিনিয়ত একটু একটু করে ধসে যাচ্ছে খালে।
এতিমধ্যে ডোঙাভাঙা,মশালচক,নারায়নচক,মালবেঙ্কি, কাশিনাথপুর সহ বিভিন্ন জায়গায় বাঁধ বসে গিয়েছে খালে। এলাকার মানুষজনের অভিযোগ অবৈজ্ঞানিক পদ্ধতিতে খাল সংস্কার হয়েছে বলেই এই পরিস্থিতি, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নেতাকর্মী সকলকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ । উল্লেখ্য প্রায় বছর দুই আগে প্রায় ৮৩ কোটি টাকা ব্যয় ওই খাল সংস্কারের কাজটি সম্পন্ন হয়। তারপর থেকেই খালপাড় বরাবর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় নির্মিত ওই রাস্তার বিভিন্ন জায়গায় ধ্বসে যেতে দেখা যায়। যদিও সেচ দপ্তরের তরফে প্রায় এক বছর আগে থেকে খালপাড়ের ধ্বসে যাওয়া অংশগুলি মেরামতের কাজ শুরু হলেও এখনো তা সম্পন্ন হয়নি।

এছাড়াও অভিযোগ ওই মেরামতির কাজে প্রায় কয়েক কোটি টাকা ব্যয় হয়, যে জায়গা গুলি মেরামত হয়ে গেলেও পুনরায় ধ্বসে ভেঙে পড়তে দেখা গেছে। নদী পাড়ে প্রায় কয়েকশো মানুষের বসবাস তাই সেই সমস্ত পরিবার গুলিও রয়েছে চরম দুশ্চিন্তায়। রাস্তার এই বেহাল দশা দরুণ জরুরি পরিষেবার সময় অ্যাম্বুলেন্স অন্যান্য গাড়ি যেমন ঢুকতে পারেনা। তেমনি ওই এলাকার একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল যাতায়াতে সমস্যার সম্মুখীন হয়। নিত্য যাত্রীদের সমস্যা তো রয়েছেই মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটতে দেখা গিয়েছে। এলাকাবাসীরা দাবি তুলছেন সঠিক পদ্ধতিতে কাজ করা হোক সাধারণ মানুষের টাকা যেন কোনভাবেই অপচয় না হয়। যদিও এই নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সেচ কৃষি কর্মাধ্যক্ষ(তথা জেলা তৃণমূলের সভাপতি) আশিষ হুদাইত বলেন, উন্নয়নের কাজ চলছে প্রচুর বৃষ্টি হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।সমস্ত বিষয়টির উপর নজরদারি চালানো হচ্ছে। এবিষয়ে জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরী বলেন, ইতিমধ্যে জায়গাটি পরিদর্শন করেছে আমাদের ইঞ্জিনিয়ারেরা দ্রুত আমার কাছে রিপোর্ট চলে আসবে, দ্রুত সমস্যার সমাধান করা হবে।