Bollywood Gossip: মাধুরীর নামে কেন এই লেক?

Bollywood Gossip: মাধুরীর নামে কেন এই লেক?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 25, 2023 | 8:14 PM

Madhuri Dixit: মাধুরী দীক্ষিতের নামে অরুণাচলের একটি হ্রদ। নাম মাধুরী লেক।

মাধুরী দীক্ষিতের নামে অরুণাচলের একটি হ্রদ। নাম মাধুরী লেক। এই লেকের আসল নাম সঙ্গেতসর লেক। সমুদ্রতল থেকে ১৫,২০০ ফিট উচ্চতায় অপূর্ব সুন্দর এই হ্রদ। ভারত চিন সীমান্তের খুব কাছেই এই হ্রদ।

এখানে শুটিং হয় হিন্দি ছবি ‘কয়লা’র কিছু দৃশ্য। ছবি হিট না হলেও কয়লার গানগুলি সুপার হিট হয়। শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত অভিনীত সেই ছবির কারণে লোকমুখে এই লেক হয়ে যায় মাধুরী লেক। এই লেকের ধারে মাধুরীর নাচের দৃশ্য খুব জনপ্রিয় হয়। সঙ্গেতসর লেকের সৌন্দর্য নয়নাভিরাম। শোনা যায় ভূমিকম্পের ফলে টেকটোনিক প্লেটের নড়াচড়ায় তৈরি হয় এই হ্রদ। ওই অঞ্চলের দেবদারু বনের অনেকটা নাকি তলিয়ে গেছে ভূগর্ভে। এখনও সেই সব গাছের অনেকখানি অংশ জেগে রয়েছে লেকের জলের ওপরে। হ্রদের চারপাশের দেবদারু গাছের ছায়া জলে পড়ে স্বর্গীয় সৌন্দর্যের সৃষ্টি করে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে যেতে প্রশাসনের বিশেষ অনুমতি লাগে। তাওয়াং থেকে সঙ্গেতসর লেকের দূরত্ব প্রায় ৩৬ কিমি।