Salman Khan on Prabhu Deva: প্রভু দেবাকে নিয়ে এ কী বললেন সলমন

| Edited By: Tapasi Dutta

Nov 18, 2023 | 4:13 PM

সলমন খানের মন্তব্য চর্চায় থাকে। সলমন খানের মন্তব্য শুনে অনেকেই বুঝতে পারেন না তা সত্যি না মজা। ওয়ান্টেড ছবিতে সলমন খানকে ড্যান্স স্টেপ দেখান প্রভুদেবা। তা নিয়ে সলমন খানের মন্তব্য ঘিরে ব্যপক চর্চা। ভাইজান সলমন খান বলেন প্রভুদেবার দেখানো স্টেপ তিনি অনায়াসে তুলে নেন। সলমন খান বলেন প্রভু নাকি বুঝতেই পারছিলেন না কীভাবে সলমন এটা করছিলেন।

সলমন খানের মন্তব্য চর্চায় থাকে। সলমন খানের মন্তব্য শুনে অনেকেই বুঝতে পারেন না তা সত্যি না মজা। ওয়ান্টেড ছবিতে সলমন খানকে ড্যান্স স্টেপ দেখান প্রভুদেবা। তা নিয়ে সলমন খানের মন্তব্য ঘিরে ব্যপক চর্চা। ভাইজান সলমন খান বলেন প্রভুদেবার দেখানো স্টেপ তিনি অনায়াসে তুলে নেন। সলমন খান বলেন প্রভু নাকি বুঝতেই পারছিলেন না কীভাবে সলমন এটা করছিলেন।

সলমন খানের কথায় পরে ওই স্টেপ প্রভু নিজে করতে পারেননি। সলমনের মন্তব্যে শোরগোল পড়ে। অনেকে সন্দেহ প্রকাশ করে সলমন কি এগুলো সত্যি বলেন না মজা করেন? কেউ বলেন সলমনের নাচ মাথায় না ঢুকলেও মন ছুঁয়ে যায়। তবে নেটিজেনরা যাই বলুক সলমন তাঁর নাচ নিজের মতো করেই করেন। যে কোনও কোরিওগ্রাফারের নাচ সলমন খান নিজের মতো করে করেন। এটাই সলমন খানের বিশেষত্ব।