LGBTQ: প্রতিস্পর্ধায় জীবন উদযাপন করছেন অনুরাগ মৈত্রেয়ী

| Edited By: aryama das

Jul 13, 2021 | 12:48 PM

সমাজ পিছনে লেগেছে, টিটকিরি দিয়ে, অপমান, উপহাস আর গঞ্জনা দিয়ে দূরে সরিয়ে রেখেছে প্রান্তিক ওই সম্প্রদায়কে। আবার সেই সমাজের মূলস্রোতেরই কেউ-কেউ এখন সহজে কাছে টেনে নিচ্ছেন প্রান্তিক এলজিবিটিকিউদের।

কর্কশ সমাজ রামধনু মানুষদের উপর নামিয়ে এনেছে আক্রমণ। তাদের প্রতি আচরণ বীভৎস হয়েছে বারবার। সমাজ পিছনে লেগেছে, টিটকিরি দিয়ে, অপমান, উপহাস আর গঞ্জনা দিয়ে দূরে সরিয়ে রেখেছে প্রান্তিক ওই সম্প্রদায়কে। আবার সেই সমাজের মূলস্রোতেরই কেউ-কেউ এখন সহজে কাছে টেনে নিচ্ছেন প্রান্তিক এলজিবিটিকিউদের। প্রতিদিন সূর্য উঠলে প্রভাতী চায়ের আড্ডা জমে এই বাড়িটায়। অসীমা তাঁর স্বামী আর অনুরাগ মৈত্রেয়ীর সম্পর্কটা একান্তই পারিবারিক। এই সুস্থ সাবলীল সহজ সম্পর্কে সমাজের মূলস্রোতে মিশছেন মৈত্রেয়ী। সেখানেও আসে বক্রোক্তি। গুঞ্জন আর ফিসফাসকে উড়িয়ে দেন অসীমা। অনুরাগ মৈত্রেয়ী যে আবাসনে থাকেন, সেখানে বদলেছে চিত্রটা মানুষকে কাছে টেনে নেওয়ায়। সংসারের বন্ধু করে নেওয়ায় স্বস্তিতে মৈত্রেয়ী। তবু বাইরের বৃহত্তর জগৎটায় এখনও রয়েছে অনেক খামতি। সেসব উপেক্ষা করেই মৈত্রেয়ীরা বেঁচে আছেন।