Central Vista: নতুন সংসদে কী কী নতুন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 23, 2023 | 4:39 PM

২৮মে নতুন সংসদ সেন্ট্রাল ভিস্তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী থেকে সেন্ট্রাল ভিস্তায় কাজ শুরু হবে। এই নতুন সংসদ ভবনে কর্মীদের পোশাকেও আসবে বেশ কিছু পরিবর্তন। নতুন ড্রেস কোড অনুযায়ী মার্শালদের পোশাক হবে ক্রিম রঙের কুর্তা। মাথায় মণিপুরি পাগড়ি। আগে মার্শালরা সাফারি স্যুট পরতেন।

২৮মে নতুন সংসদ সেন্ট্রাল ভিস্তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী থেকে সেন্ট্রাল ভিস্তায় কাজ শুরু হবে। এই নতুন সংসদ ভবনে কর্মীদের পোশাকেও আসবে বেশ কিছু পরিবর্তন। নতুন ড্রেস কোড অনুযায়ী মার্শালদের পোশাক হবে ক্রিম রঙের কুর্তা। মাথায় মণিপুরি পাগড়ি। আগে মার্শালরা সাফারি স্যুট পরতেন। পোশাক পরিবর্তন হবে মহিলা কর্মী ও নিরাপত্তারক্ষীদের। নতুন পোশাক হবে নেহরু জ্যাকেট ও খাঁকি প্যান্ট।

আমলাদের পোশাক হবে গাঢ় গোলাপি বা ম্যাজেন্টা নেহরু জ্যাকেট। জ্যাকেটে থাকবে গোলাপি পদ্ম আকা নকশা। জাতীয় ফ্যাশন টেকনোলজি ইনস্টিটিউট তৈরি করছে এই পোশাক। নিরাপত্তা রক্ষীদের সাফারি স্যুটের বদলে দেওয়া হবে জলপাই পোশাক। পোশাকের রঙ বদলকে বিরোধীরা গৈরিকীকরনের অপচেষ্টা বলছেন। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন চলবে। জোর জল্পনা এই অধিবেশনে দেশের নাম পরিবর্তন, এক দেশ এক ভোট আর নারী সংরক্ষণ নিয়ে প্রস্তাব আনবে সরকার। ১৮ সেপ্টেম্বর পুরনো সংসদ ভবনে শুরু অধিবেশন। আর অধিবেশনের শেষ সেন্ট্রাল ভিস্তায়।