Priyanka Chopra: নিককে ‘রোস্ট’ করলেন প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্কে অনেকবার খবরের শিরোনামে আসে। অনেকেই ভেবেছিলেন,তাঁদের সম্পর্ক বেশিদিন টিকবে না। প্রিয়াঙ্কা ও নিকের বয়সের তফাত ১০ বছর। তাঁরা চুটিয়ে সংসার করছেন। নিক সব সময় প্রিয়াঙ্কার প্রশংসা করতে ব্যস্ত থাকেন। এবার প্রিয়াঙ্কা 'রোস্ট' করলেন নিককে।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্কে অনেকবার খবরের শিরোনামে আসে। অনেকেই ভেবেছিলেন,তাঁদের সম্পর্ক বেশিদিন টিকবে না। প্রিয়াঙ্কা ও নিকের বয়সের তফাত ১০ বছর। তাঁরা চুটিয়ে সংসার করছেন। নিক সব সময় প্রিয়াঙ্কার প্রশংসা করতে ব্যস্ত থাকেন। এবার প্রিয়াঙ্কা ‘রোস্ট’ করলেন নিককে। প্রিয়াঙ্কা প্রথমেই খোঁচা দেন সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স নিয়ে। তিনি বলেন জোনাসের ফলোয়ার্স তাঁর থেকে অনেক কম। প্রিয়াঙ্কা আরও বলেন, তিনি নিকের থেকে টিকটক শেখেন। প্রিয়াঙ্কা আরও যোগ করেন, তিনি নিককে চিনতেন না । কিন্তু প্রিয়াঙ্কা সারা বিশ্বে জনপ্রিয়। প্রিয়াঙ্কা বারবার বুঝিয়ে দিলেন তিনি তাঁর স্বামীকে কতটা ভালোবাসেন। তাই প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের ডিভোর্সের কোনও সম্ভাবনা নেই। একথা তিনি বুঝিয়ে দিলেন।