Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra Met Gala 2023: ২০৪ কোটির নেকলেসে মেটগালায় ভাইরাল প্রিয়াঙ্কা

Priyanka Chopra Met Gala 2023: ২০৪ কোটির নেকলেসে মেটগালায় ভাইরাল প্রিয়াঙ্কা

আসাদ মল্লিক

|

Updated on: May 02, 2023 | 9:04 PM

Alia Bhatt: মেটগালার রেডকার্পেটে এই প্রথম আলিয়া ভাট। সাদা গাউনে সকলকে তাক লাগালেন তিনি। না, কোনও বিশেষ কারুকার্য নয়, লং-টেইল গাউনে নজর কাড়লেন তিনি। চেনা পোজ়ে মুহূর্তে হলেন ভাইরাল।

মেটগালায় প্রথমবার আলিয়া
মেটগালার রেডকার্পেটে এই প্রথম আলিয়া ভাট। সাদা গাউনে সকলকে তাক লাগালেন তিনি। না, কোনও বিশেষ কারুকার্য নয়, লং-টেইল গাউনে নজর কাড়লেন তিনি। চেনা পোজ়ে মুহূর্তে হলেন ভাইরাল।

মেটগালায় নজরকাড়া প্রিয়াঙ্কা
মেটগালার রেডকার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া। তবে মেটগালায় এই প্রথম নন তিনি। অতীতে তাঁকে এই বিশেষ দিনের পোশাক নিয়ে রীতিমত কটাক্ষের শিকারও হতে হয়েছিল। তবে এবার পোশাক নয়, চর্চায় তাঁর ২০৪ কোটির নেটলেস।

সলমনের নয়া প্রজেক্ট
বলিউডে ‘টাইগার’ হয়ে সলমন খান রাজত্ব করছেন বহু দিন ধরেই। এবার তিনি ‘শের খান’। তেমনই জল্পনা সিনেপাড়ায়। ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর ভাই সোহেল খানের ড্রিম প্রজেক্ট ‘শের খান’ নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছেন সল্লু মিঞা। ভাইয়ের সঙ্গে আলোচনাও সেরেছেন একপ্রস্থ ।

বলিউডে বিয়ের সানাই
অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। আগামী মাস, মানে জুন মাসের ১৩ তারিখে হবে বাগদানের অনুষ্ঠান। স্থির হয়ে গিয়েছে বাগদানের জায়গাও। দিল্লিতেই বাগদান হবে দু’জনের।

শেহনাজকে কী বললেন সলমন?
‘কিসি কি ভাই কিসি কি জান’-এর মিউজিক লঞ্চে এসে শেহনাজ গিলকে ‘মুভ অন’ করতে বলেছিলেন সলমন খান। বলেছিলেন জীবনে এগিয়ে যেতে। তা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। এই নিয়ে মুখ খুললেন সলমন। বললেন, “হ্যাঁ, আমি ওকে মুভ অন করতে বলেছি। কারণ সিড এখন এই পৃথিবীতে নেই। আমি নিশ্চিত সিদ্ধার্থও সেটাই চাইত। চাইত জীবনে এগিয়ে যাক শেহনাজ। আমি তো বলিনি শেহনাজ এখনই বিয়ে করে ফেলুক, ওর সন্তান হোক।”

জমজমাট সুদীপ্তার বিয়ে
তৃণমূল যুবনেতা সৌম্য বক্সীর গলাতেই গতকাল অর্থাৎ সোমবার মালা দিয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আইনি বিয়েটা শুরুতেই সেরে নিয়েছিলেন সৌম্য ও সুদীপ্তা। গতকাল সোমবার সম্পন্ন হল সামাজিক বিয়ের পর্ব। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন টলিউড ও রাজনৈতিক মহলের বহু ব্যাক্তিত্ব।

সাফাই মদ্যপ গায়কের
দিন কয়েক আগে বাংলাদেশের এক কলেজের অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ পান সঙ্গীতশিল্পী নোবেল। কিন্তু গান গাইতে উঠেই অপ্রকৃতস্থ অবস্থায় দেখা যায় তাঁকে। মঞ্চে উঠে শুরু করেন তুমুল অশান্তি। মাইক ভেঙে দেন, স্টেজে বসে পড়েন– সে এক তুলকালাম কাণ্ড। এবার সেই ঘটনা নিয়েই সাফাই দিলেন তিনি। নোবেল মদ্যপানের কথা স্বীকার করে নিয়ে বলেন, “স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারেকাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।”

অন্য লুকে সারা
‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবিতে দেখা যাবে এবার অভিনেত্রী সারা আলি খানকে। শুটিং শেষ হতেই শেয়ার করলেন লুক। ছবিটির পরিচালনা করেছেন কন্নন আইয়ার। তবে বড়পর্দায় নয়, ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি মাধ্যমে।

১০২-এ সত্যজিৎ
২ মে, বাঙালির এক আবেগের দিন। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ১০২ তম জন্মদিন। এ দিন সকাল থেকেই নস্ট্যালজিয়া নেটপাড়ায়, শ্রদ্ধা জানিয়েছে সেলেবমহল থেকে সাধারণ মানুষ।