Projapoti Movie: পাঠান ঝড়েও বক্স অফিসে আপন ছন্দে উড়ছে প্রজাপতি ছবি
Bengali Movie: আগামী দিনে এই জুটিকে আবার কবে পর্দায় দেখা যায়, সেই অপেক্ষায় বাংলা ছবির দর্শক।
পাঠান ঝড়েও বক্স অফিসে আপন ছন্দে উড়ছে প্রজাপতি ছবি। দেখতে দেখতেই পঞ্চাশ দিন হাউজফুল শো কলকাতার বিভিন্ন হলে। পাঠান ছাড়াও বেশ কিছু বাংলা ছবি মুক্তি পেলেও প্রজাপতিকে টেক্কা দিতে পারছে না। এই ছবির মুখ্য আকর্ষণ দেব ও মিঠুনের যুগলবন্দি যেমন রাজনৈতিক তরজা বাড়িয়েছে,তেমনই বক্স অফিসেও লক্ষ্মীলাভ করেছে, আগামী দিনে এই জুটিকে আবার কবে পর্দায় দেখা যায়, সেই অপেক্ষায় বাংলা ছবির দর্শক।
Published on: Feb 12, 2023 11:44 AM