রাস্তায় গাছের গুঁড়ি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কী চলছে মঙ্গলকোটে?
এসআইআর-এ শুনানিতে ভোটারদের হয়রানির অভিযোগ। সরব হলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দারা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। মঙ্গলকোটের কুলশোনা গ্রামে রাজ্য সড়কের উপর শনিবার সকাল থেকে শুরু হয় পথ অবরোধ। ভোটারদের অভিযোগ, বেশিরভাগ ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে এবং রাত একটা পর্যন্ত শুনানি চলছে। গভীর রাত পর্যন্ত তাঁদের লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তারই প্রতিবাদে তাঁদের এই অবরোধ কর্মসূচি। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তোলেন বিক্ষোভকারীরা। হিয়ারিংয়ে ভোটারদের হয়রানি অভিযোগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও বেশ কয়েকদিন ধরে সরব হয়েছে।
এসআইআর-এ শুনানিতে ভোটারদের হয়রানির অভিযোগ। সরব হলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দারা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। মঙ্গলকোটের কুলশোনা গ্রামে রাজ্য সড়কের উপর শনিবার সকাল থেকে শুরু হয় পথ অবরোধ। ভোটারদের অভিযোগ, বেশিরভাগ ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে এবং রাত একটা পর্যন্ত শুনানি চলছে। গভীর রাত পর্যন্ত তাঁদের লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তারই প্রতিবাদে তাঁদের এই অবরোধ কর্মসূচি। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তোলেন বিক্ষোভকারীরা। হিয়ারিংয়ে ভোটারদের হয়রানি অভিযোগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও বেশ কয়েকদিন ধরে সরব হয়েছে।